https://dripirrigation.com.bd/

https://dripirrigation.com.bd/
https://dripirrigation.com.bd/

Monday, March 26, 2012

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only.It is very easy to use and contain all essential links of Bangladesh and most visited website by Bangladeshis.It is very usefull to make good habit to read news paper, blog, Tutorial of different study, book.It is a great source of download link, you can easily found your file and document, Help you to find market price of any product including Share market and also help to collect your important web address that may help you later and save your time regularly .Use BD Link (BDLink) toolbar and make your life easy and smart your browsing.

http://www.facebook.com/BDLinkToolbar

We are very friendly to add your link in our toolbar which will make you more pleased.You can publish your website by our toolbar among more tham 8000 Bangladeshi people.Feel free to contact with us by using toolbar contact located in toolbar head.BD Link (BDLink) toolbar will provide more and more facility as you wish.Tell your friend about this BD Link (BDLink) toolbar today.


Thursday, March 8, 2012

পেন ড্রাইভ দিয়ে সবচেয়ে সহজে উইন্ডোজ ইন্সটল করুন


আসসালামু আলাইকুম । আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছেন।
 “ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে-বাণী অনি আপু
টিউনার পেইজে এটি আমার ৫ম পোস্ট । কাজেই আমি এখনও নতুন । আশা করি ভুল ত্রুটি গুলো ইতিবাচক দৃষ্টিতে ধরিয়ে দিবেন । টিউনার পেইজে উইন্ডোজ ইন্সটল নিয়ে অনেক গুলো পোস্ট পড়েছি । আমিও আজ উইন্ডোজ ইন্সটল নিয়ে এই পোস্টটি করছি । আমরা অনেকে নেট বুক ব্যবহার করি । কিন্তু নেট বুকে ডিবিডি রুম না থাকায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করার সময় আমাদের পরতে হয় বিপাকে । আর যাতে এমন বিপাকে পরতে  না হয় সে জন্যই পেন ড্রাইভে কি করে উইন্ডোজ ইন্সটল করা যায় তাই আপনাদের দেখাব । এই প্রক্রিয়ায় উইন্ডোজ ইন্সটল করতে আপনার যা লাগবে তা হল

  • একটি উইন্ডোজ সিডি
  • একটি ডেস্কটপ কম্পিউটার
  • একটি ৮গিগা বাইট পেন ড্রাইভ এবং
  • আমার দেওয়া এই দুটি সফটওয়্যার(DVD ISO Maker এবং Universal USB Installer 1.8.6.2)


প্রথমে ডেস্কটপ কম্পিউটারের ডিবিডি রুমে উইন্ডোজ সিডিটি প্রবেশ করান । এরপর DVD ISO Maker সফটওয়্যারটি Run করান । নিচের স্ক্রীন শর্টটি দেখুন
undefined
Next দিয়ে এগিয়ে যান এবং Save করুন । বেশ ISO ফ্যারমেটে তৈরি হয়ে গেল আপনার সফটওয়্যারটি । এখন তা আপনার পেন ড্রাইভে কপি করে সহজেই উইন্ডোজ ইন্সটল করতে পারেন । কিন্তু কথা হল  ISO ফ্যারমেটে তৈরি করা এই ফাইলটি পিসি থেকে আপনার পেন ড্রাইভে সরাসরি কপি হবে না । এজন্য আপনাকে ব্যবহার করতে হবে Universal-USB-Installer সফটওয়্যারটি । নিচের স্ক্রীন শর্টটি দেখুন
undefined
এখানে আপনি যে windows দিতে চান সেটি নির্বাচন করুন । আমি windows 7 দিতে চাই তাই সেটি নির্বাচন করেছি ।
নিচের আরো একটি স্ক্রীন শর্ট দেখুন 
undefined
এবার যে জায়গায় ISO ফাইলটি রেখে ছিলেন তা দেখিয়ে দিন এবং সব শেষে Create দিন ।
মাশাআল্লাহ আপনার ISO ফাইলটি আপনার পেন ড্রাইভে কপি হয়ে গেল ।
এখন থেকে কোন জামেলা ছাড়াই এই প্রক্রিয়ায় পেন ড্রাইভে  উইন্ডোজ ইন্সটল করুন ।
“আল্লাহপাক আমাদেরকে সকল অনৈলামিক সংস্কৃতি থেকে হেফাযত করুন “
avatar

পোষ্টটি লিখেছেন টিজে - অচিন পথিক

অচিন পথিক এর প্রোফাইল দেখুন

 

Saturday, February 25, 2012

মোবাইলকে পরিণত করুন শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে (পড়ালেখাকে আমি আপনাদের হাতের মুঠোয় এনে দিলাম , সংগ্রহের/ডাউনলোড করার দ্বায়িত্ব আপনাদের)

source: http://www.tunerpage.com/archives/65290


বর্তমান বিশ্বে যেসব নতুন আবিষ্কার অতি দ্রুত শহর-বন্দর ও গ্রাম-গঞ্জের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তন্মধ্যে মোবাইল ফোন একটি উল্লেখযোগ্য আবিষ্কার। মোবাইল নেয় এমন তরুণ তরুণী হয়তো এখন আর দেশে খুজেঁ পাওয়াই কঠিন। সবার হাতে হাতে রয়েছে মোবাইল। …একটা সময় এমন ছিল যখন মোবাইল ফোন ছিল শুধুমাত্র যোগাযোগের মাধ্যম  অর্থাৎ মোবাইল ফোন ছিল মূলত ফোন করা বা এসএমএস এর জন্য । তারপর সময়ের সাথে তাল মিলিয়ে এটি হয়ে ওঠে আমাদের জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ। প্রয়োজনে-অপ্রয়োজনে মোবাইল ফোন যেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। আর কেনই বা কাছের বন্ধু হবে না বলুন – মোবাইল ফোন যদি আমাদের ইন্টারনেট ব্যবহারের করে – মুহূর্তের মধ্যে যে কোন স্থানে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করে দেয়, ও প্রিয়জনের সাথে ফেসবুক এর মত এপ্লিকেশন ব্যবহার করার সুযোগ দেয় বা বলে দেয় আজকের আবহাওয়া কেমন যাবে, বা আপনার শেয়ারের বর্তমান রেট কত যাচ্ছে কিংবা হুমায়ুন আহমেদের বই ডাউনলোড করে পড়ার সুযোগ দেয় । আর এ জন্য একে আমি বলি  “হাতের মুঠোয় ছোট্ট বিশ্ব” ।বর্তমান এই যুগে  আমাদের সার্বক্ষণিক ও একমাত্র সঙ্গী বা পারসোনাল ডিজিটাল এ্যসিস্টেন্স (পিডিএ) হচ্ছে মোবাইল । আর এর সহজ ব্যবহার, ইন্টারনেট সুবিধা ও সহজ বহনযোগ্যতার জন্য দিন দিন মোবাইল  বা স্মার্টফোনের  প্রতি মানুষের আকর্ষণ যেভাবে বাড়ছে…! তাতে বলা যায়, আমাদের  ডেক্সটপ ও ল্যাপটপের দিন শেষ …………!
আর তাই এই প্রিয় মোবাইল নামক বন্ধুটিকে আপনার শিক্ষা জীবনের অন্যতম বন্ধুতে রূপান্তরিত করতে আমি চেষ্টা করব…।এজন্য মোবাইল কে পরিণত করতে শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে…।কারন সবসময় তো কম্পিউটার বগলদাবা করে ঘুরে বেড়ানো যায় না, তাই সব জায়গায় ই-বুক পড়াও যায় না। মনে করেন আপনি ট্রেনে করে সিলেট বা ঢাকা  যাচ্ছেন, এখন আপনি ই-বুক পড়ার মত কম্পিউটার পাবেন কই?এছাড়া দীর্ঘ কোনো লেখা কম্পিউটারে পড়তে বিরক্ত লাগে…তা ছাড়া কারেন্টও থাকেনা সব সময়।
সেটা কেবল সম্ভব হবে মোবাইল দিয়ে………যদি আমাদের প্রয়োজনীয় সকল বই ( বিশেষ করে বাংলা বই) পড়া যায়।এছাড়া এই মোবাইলের  ভেতর আস্ত আস্ত বই রেখে দিতে পারবেন। যারা বই পড়তে ভালোবাসে তারা যখন ফোন আসে না তখন মোবাইল খুলে বই পড়তে পারবেন।

আমার মনে হয় প্রায় সবাই এই ব্যাপারটা জানে… কিন্তু এর সঠিক ব্যবহার কেউ করে নাই…
যেসব কারণে আপনি মোবাইলে বই পড়েন নাইঃ
১)-কারন আমারা ইন্টারনেট থেকে যেই বই গুলো পাই সেগুলো ইংলিশ , বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য ।
২)-অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে কিন্তু সমস্যা হল সেগুলো ইউনিকোড টেক্সট ফরম্যাটে নাà  স্ক্যান করা
৩)-অথবা বিজয়  টেক্সটে লেখা যা মোবাইল মোটেও পরা সম্ভব না।
৪)-আর অন্য যেগুলো  পড়া যায় সেগুলো আবার ডানে বামে করতে করতে বিরক্ত হয়ে আর পড়ার আগ্রহ থাকে না।

আর এই জন্য আমি মোবাইল ভার্শনে আনেক গুলো প্রয়োজনীয়  সব  বাংলা ই-বুক আপনাদের জন্য তৈরি করেছি …… যা দেখতে অবিকল বই-এর মতোই, কিন্তু কাগজের বদলে থকবে আপনার মোবাইল স্ক্রীন।
যেসব কারণে আপনি মোবাইলে এই বই গুলো পড়বেনঃ

ইউনিকোড বাংলা টেক্সটে……যা সব মোবাইল রিড়ারে দেখা যাবে,
আর সবচেয়ে বড় সুবিধা হল এই বই গুলো  মোবাইল  স্ক্রীন সাইজে………!
তাই ডানে বামে করা লাগবে না…!
আর মেমোরি সাইজ ও কম তাই হ্যাং করবে না…।

অনেক আজাইরা কথা হল … এবার আসল কথায় আসি… যাদের মোবাইল দিয়ে পডালেখা করার ইচ্ছা আছে তারা:–
প্রথমে নিচের সফটওয়্যার গুলো মোবাইল এর ভার্শন আনুযায়ি ডাউনলোড করে নিন…ঃ-     

Note:যে সকল মোবাইল সেটে আগে থেকে অ্যাডোব (Adobe Reader) রিডার আছে তারা নতুন করে ইন্সটল করে ঝামেলা করার দরকার নাই তবে আপডেট করতে চাইলে তা অন্য কথা………


নোকিয়া স্যম্বিয়ান সিরিজ ৬০ ভার্সন ২ (s60v2) এর জন্য বই/ ই-বুক রিড়ার

s60v2.zip
Download link:
http://www.mediafire.com/?23qi8bsxoas5330

নোকিয়া স্যম্বিয়ান সিরিজ ৬০ ভার্সন 3 এবং ৫( s60v3 & s60v5) এর জন্য বই/ ই-বুক রিড়ার:-

 যদি আপনার সেট Certificate error দেখায় ,এই একটি সফটওয়্যার ইন্সটল করে হ্যাক করুন কোন জামেলা ছাড়া
=> easy hacking kit.zip ফাইল টি ওপেন করে how to hack.txt থেকে আপনার SYMBIAN DEVICE LIST
দেখে নিন ।
সফটওয়্যার টা মেমোরি কার্ডে ইন্সটল করা …
* 1. Binpda Security Manager
* 2. Installserver (সেটের ভার্সন আনুযায়ী-9.1 অথবা 9.2)
* 3. Capsoff driver (সেটের ভার্সন আনুযায়ী-9.1 অথবা 9.2)
এ ক্রস চিনহ থকবে আর বাকি সব ক্রস তুলে দিতে হবে
(ওই উপরের তিনটি অপশন শুধু সিলেক্ট থাকবে)
এরপর মেমোরি কাডে ইন্সটল করুণ
আপনার অ্যাপ্লিকেশান এ SecMan নামে একটি সফটওয়্যার ইন্সটল হবে …।
সফটওয়্যার টি ওপেন করুণ
যে লেখা আসুক না কেন ok প্রেস করুন । কিছুক্ষণ পর আপনার মোবাইল রিস্টাট নিবে ……।
এরপর আশা করি কাজ হবে…।।
কাজ না হলে আপনার সেট সম্ভবত ফ্ল্যাশ দেওয়া হয়েছে
Easy hacking kit.zip
Download link: http://www.mediafire.com/?8sf7lf9u8lp7kxh

যদি আপনার মোবাইল হ্যাকিং কায্রক্রম  সর্ম্পূন হয় তাহলে নিচের ফোল্ডার থেকে Adobe 2.5 software ইন্সটল করুন
s60v3 & s60v5.zip
Download link: http://www.mediafire.com/?jbu252x1w6xjy4l

আর আপনি যদি কোন ঝামিলা করতে না চান বা হ্যাকিং কাজ না করলে নিচের সাইন (Signed) সফটওয়্যার ইন্সটল করতে পারেন………
Pdf+Reader Standard_Nokia S60v5 & s60v3 Signed .sis
Download link: http://www.mediafire.com/?m7530b80bcx5z8u

অ্যাডোব(Adobe e-book) রিড়ারে বই গুলো যেভাবে দেখবেন


পিডিএফ (PDF)  পড়ার জন্য zoom–> সিলেক্ট করে Fit width অপশন এ ক্লিক করুন …
তারপর আবার অপশন ক্লিক করে Accept ক্লিক করুন…
    

Pdf+ রিড়ারে বই গুলো যেভাবে দেখবেন


             

undefined

জাভা (s40v1,2,3) সেটের জন্য

(কিছু কিছু বাংলা কিবোর্ডের সেট গুলোতে কাজ করে, বাকী গুলোর কথা বলতে পারি না)
For java.zip
Download link: http://www.mediafire.com/?2rdrhg28137w3tn

আর যদি মোবাইল এ ইন্টারনেট থাকে তাহলে অনলাইনেও পড়তে পারবেন

ডকুমেন্ট(ওয়ার্ড বা পিডিএফ) ভিউয়ারঃ http://view.samurajdata.se/
অনলাইন  সব ধরনের ডকুমেন্ট কনভার্টারঃ http://www.online-convert.com/

পিডিএফ আনলকঃ http://www.ensode.net/pdf-crack.jsf


আপনার মোবাইল এ কম্পিউটার এর মত ফাইল ব্রাউজার ও জিপ ফাইল খোলার জন্য নিচের ফাইল গুলো ডাউনলোড করুন

স্যম্বিয়ান মোবাইল এর জন্যঃ- X-Plore.1.52-Signed (s60v3 & s60v5).sisx
Download link: http://www.mediafire.com/?zsccesoijg8nm72
জাভা বা সিরিজ 40মোবাইল এর জন্যঃ- Java File browser BlueFTP.jar(এটা দিয়ে অন্য যে কোন মোবাইল থেকে ব্লথুথ দিয়ে ফাইল কপি – পেস্ট করা যায়)
Download link:http://www.mediafire.com/?af2hkffu32jz3rr

এখন নিচের লিঙ্ক থেকে আপনার প্রয়োজনীয় সব বই ডাউনলোড করে পড়া শুরু করে দিনঃ-

যাচাই করার জন্য নিচের যে কোন একটি বই ডাউনলোড করুন
Let’s Learn English Languages for Mobile.pdf (দ্রুত ইংলিশ কথা বলা শিখার জন্য)
Download link: http://www.mediafire.com/?hlvucybp7pjyy28
funny Knowledge.pdf
Download link: http://www.mediafire.com/?x4815bq3yg34d4c
Medical Science.pdf
Download link: http://www.mediafire.com/?8kh3y89o6avocv9
Science.pdf
Download link: http://www.mediafire.com/?o4dooy7ar6ew6rr
Xclusive General Knowledge Bangladesh.pdf
Download link: http://www.mediafire.com/?276l3rymei8mo48
Brief Knowledge Of The World(G.K.International).pdf
Download link: http://www.mediafire.com/?zfufma14aagif1a
Biology.pdf
Download link: http://www.mediafire.com/?a511ammmt6uacwl

ভাল লাগলে নিচের এই ৫০টি মোবাইল ভার্শন বইগুলো (যা জিপ করা আছে) ডাউনলোড করুনঃ

Bangla Literature.zip
Download link: http://www.mediafire.com/?k5yky5kazy0jifk
Bangla literature_with category.zip
Download link: http://www.mediafire.com/?e56fbsplnen0o6o
Bangladesh study.zip
Download link: http://www.mediafire.com/?ub0x398rs74qdb0
Bangladesh.zip
Download link: http://www.mediafire.com/?u4hn29t42xms12y
chemistry.zip
Download link: http://www.mediafire.com/?fpc0joxrsa37r1e
English Xclusive.zip
Download link: http://www.mediafire.com/?aj98vivg49p8ilh
Science.zip
Download link: http://www.mediafire.com/?8sqo4zfd3j1rxt1
International Affairs.zip
Download link: http://www.mediafire.com/?buwdp310o1uefqv
Xclusive.zip
Download link: http://www.mediafire.com/?i1ewh8c871w3y3o

এই বই গুলো আপনাদের ডিজিটাল জীবন কে আরও সহজ করে দিবে আশা করি।আমার পরিশ্রম আপনাদের বিন্দুমাত্র কাজে লাগলেও আমি স্বার্থক।

এই রকম বাংলা বই আরও পেতে হলে আমার বাকী টিউন গুলো পডুন:

* এসএসসি,এইচএইচসি ও GRE শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব সূত্র ও টেকনিক এর বাংল বই
* সহজে ইংলিশ শিখার জন্য কিছু বাংলা বই( সবার কাজে লাগতে পারে)
* ইংরেজি গ্রামার(বিসিএস ,বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন চাকরির পরীক্ষা) শিখার জন্য কিছু বাংলা ই-বুক(আশা করি সবার কাজে লাগবে)
* প্রয়োজনীয় সব ওয়েব সাইট লিঙ্কের বাংলা বই ( যে কোন একটা ডাউনলোড করে দেখুন…)
* “সাধারণ জ্ঞান -বাংলাদেশ’Bangladesh Affairs ” উপর কিছু বাংলা বই(Bangla e-Books), যা সকলের কাজে লাগতে পারে (বিসিএস ,বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন পরীক্ষার জন্য) …
* “সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক International Affairs” উপর কিছু বাংলা বই(Bangla e-Books), যা যে কোন প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য ১০০% কাজে লাগবে !
* বাংলা বই(বাংলা কবি ও সাহিত্যিকের প্রয়োজনীয় সব বিষয় )বিসিএস ,বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন চাকরির পরীক্ষার জন্য
* বাংলা ই-বই (বাংলা ব্যাকরণ )বিসিএস ,বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন চাকরির পরীক্ষার জন্য
কিছু প্রয়োজনীয় বাংলা ই-বই (সবার ভাল লাগবে আশা করি)
* আমার দেখা সবচেয়ে জনপ্রিয় বাংলা প্রয়োজনীয় বই গুলো.


avatar

পোষ্টটি লিখেছেন টিজে - জিরো গ্রাভিটি

Loadingপ্রিয় লিস্টে যুক্ত করুন
তানবীর আহম্মদ এই ব্লগে 15 টি পোষ্ট লিখেছেন .
আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরোণের জন্য। একটা লক্ষ পুরণ হয়েগেলে আর একট লক্ষ এসে সামনে হাজির হয়। যখন ভাবতে বসি তখন খুজে পাই সব লক্ষ পুরণ ই অলাভজনক। আমি যত কষ্ট করে আজকের এই অবস্থায় এসেছি তা অনেক পাওয়া কিন্তু এরজন্য আমাকে যা যা ছাড়তে হয়েছে তার মূল্য এর চেয়ে অনেক বেশী। সে জন্য মনেহয় বেচে থাকাটা শুধুমাত্র মরে যাওয়ার জন্য অপেক্ষা করা। লক্ষ অর্জণ মাঝখানে শুধু শুধু বশে না থেকে কিছু করা। বসে বসে মরার অপেক্ষা তো করা যায় না তাই।

উইন্ডোজে ইউজার বা administrator লগইন পাসওয়ার্ড থাকা সত্তেও প্রবেশ করুন অন্যের কম্পিউটার

আমরা সবাই হ্যাকিং করতে পচ্ছন্দ করি ,তাও যদি হয় আবার উইন্ডোজ লগইন পাসওয়ার্ড তাহলে তো কথাই নেই । ইন্টারনেটে এরকম অনেক সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা অনেকেই পেনড্রাইভ অথবা সিডি দিয়ে অনায়সে উইন্ডোজ লগইন পাসওয়ার্ড ভেঙ্গে উইন্ডোজ এ প্রবেস করতে পারি । কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো ব্যাবহারকারি সহজেই বুঝতে পারে যে তার কম্পিউটার হ্যাক করা হয়েছে কারন পাসওয়ার্ড ভেঙ্গে ফেলার ফলে উইন্ডোজে কোন পাসওয়ার্ড থাকে না । তবে আজকে আমরা এমন এক পদ্ধতি দেখব যার মাধ্যমে উইন্ডোজ পাসওয়ার্ড না ভেঙ্গেই উইন্ডোজে প্রবেস করবো ।

পূর্বপ্রস্তুতিঃ

# আপনি যে কম্পিউটার হ্যাক করতে চান সে কম্পিউটারের BIOS এ অবশ্যই পেনড্রাইভ দিয়ে বুট করার অপশন থাকতে হবে ( আমার দেখা মতে বাংলাদেশে বহুল ব্যাবহৃত মাদারবোর্ড হলো G31 chipset মাদারবোর্ড যা পেনড্রাইভ দিয়ে বুট করা সাপোর্ট করে । এছাড়া G31 chipset এর পরে যে সকল মাদারবোর্ড আসছে বা আসতেছে তা সবগুলোতেই পেনড্রাইভ দিয়ে বুট করার অপশন আছে ) ।
# আপনি যে কম্পিউটার হ্যাক করতে চান তা অবশ্যই এক্সপি ব্যাবহারকারি হতে হবে (পরবর্তীতে উইন্ডোজ ৭ এর পদ্ধতি দেখাব ) ।
# একটি পেনড্রাইভ ( কম্পিউটার আছে কিন্তু পেনড্রাইভ নাই এরকম পাবলিক গুগল দিয়েও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে ) ।
# এবার পেনড্রাইভ ইউএসবি পোর্ট এ লাগাই এবং ফরম্যাট করি । ফরম্যাট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে file system অবশ্যই fat32 থাকতে হবে ।


# এবার এখান থেকে unetbootin নামক সফটওয়্যারটি এবং এখান থেকে .img ফাইলটি ডাউনলোড করে নেই ।
#এবার unetbootin সফটওয়্যারটি ওপেন করি এবং চিত্র অনুসারে কাজ করি .....................




# এবার Exit বাটন এ ক্লিক করুন , আপনার পেনড্রাইভ প্রস্তুত হয়ে গেছে হ্যাকিং এর জন্য ।

এবার চলুন মিসনে.....................

# যার কম্পিউটার হ্যাকিং করতে চাচ্ছেন তার কম্পিউটার ওপেন করুন এবং BIOS এ প্রবেশ করুন ( বেশীরভাগ কম্পিউটার এ F12 ,F8 ,DEL বাটন এর মাধ্যমে BIOS এ প্রবেশ করা যায় ) ।
# এবার first boot device বা boot priority ইউএসবি সিলেক্ট করে দেই । চিত্রের মাধ্যমে দেখানো হলো
# boot এ সিলেক্ট করুন



# আবার award bios এর ক্ষেত্রে অন্যরকম পদ্ধতি , চিত্রে তা দেখানো হল

# এবার advance bios feature এ ক্লিক করুন এবং first boot device usb hdd সিলেক্ট করে দিন । আধুনিক bios গুলোতে সরাসরি পেনড্রাইভ এর নাম এসে পরে ।
# এবার কীবোর্ড এর f10 বাটন চাপুন অর্থাৎ Save & Exit Setup করুন ।
# এবার দেখবেন কম্পিউটার আবার নতুন করে চালু হয়েছে এবং নিচের চিত্রের মতন একটি স্ক্রীন আসবে .........

# এবার একবার কীবোর্ড এর Enter বাটন চাপুন এবং দেখুন মজা ................................. উইন্ডোজ আপনার কাছে লগইন পাসওয়ার্ড চাবেনা ।
এবার যখন মূল ব্যাবহারকারি কম্পিউটার এ প্রবেশ করবে তখন তার পাসওয়ার্ড দিয়েই প্রবেশ করতে হবে এক্ষেত্রে যদি কোন প্রত্যক্ষদর্শী আপনার আকাম না
দেখে তাহলে সে কখনোই জানতে পারবেনা যে আপনি তার কম্পিউটারে প্রবেশ করেছেন ।

Bengali Font Configure at Mozilla Firefox or মজিলা ফায়ারফক্স এ বাংলা ফন্ট সমস্যা ও সমাধান

 মজিলা ফায়ারফক্স এ বাংলা ফন্ট সমস্যা করছে। ফন্টগুলো ফেটে যাচ্ছে আর খুব ছোট দেখাচ্ছে। অথচ IE তে ভাল আসছে। অমাইক্রোনল্যাব এর সব ইউনিকোড ফন্টই সেটআপ করা আছে। ফন্ট ফিক্সার দিয়েও ভ্রিন্দা রিপ্লেস করে সোলায়মানলিপি দেওয়া আছে। হঠাৎ করেই সমস্যাটা করছে। কোন কিছু নতুন করে সেটআপও করি নি।

ফায়ারফক্সের বাংলা ফন্ট সেটিংস ঠিক আছে?
Tools>> Options>> Content>> Click advanced in Fonts & Colors section>> Fonts for-Bengali

-এখান থেকে নীচের ছবির মত অপশনগুলো সেট করুন:
ছবি

Configure Mozilla Firefox for Bengali Font

1.Open mozila firefox browser
2.From Tools menu, select Options.
3.From this Options window, click on Contents.
4. Click on Advanced button in Fonts & Colors section.
undefined
5. Click on the drop down list for option Fonts For. Select Bengali from this list.
6. Complete all the option fields as in the following image (you may choose your any favourite Bangla font) and then click on OK.
undefined
Now your configuration complete.

Wednesday, February 22, 2012

MS এ পাবিপ্রবি ছাত্রদের জন্য BSMRAU তে আসা-নাআসার নির্দেশনা ।


MS এ পাবিপ্রবি ছাত্রদের জন্য BSMRAU তে আসা-নাআসার নির্দেশনা
সম্পূর্ণ নিজেশ্য মতামত

পাবিপ্রবি is BEST for us. তবে যদি কেও বাহিরে আসতে চাও তাদের জন্য কিছু কথা। BSMRAU একটি বাতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয়। এখানকার কিছু সুবিধা আসুবিধা নিয়ে লিখলাম।তবে মনে রাখা ভাল এদেশে এখনো MS এর তেমন কোন দাম নাই।এর থেকে জব এর জন্য পড়া আনেক ভাল।ডিগ্রি একটা থাকলেই হয়।
সিস্টেমঃ
১। এখানে প্রতি ৩ মাসের জন্য একটি টার্ম(সেমিস্টার)
২।প্রতি টার্ম এর পর ১৫ থেকে ৩০ দিন বন্ধ থাকে।
৩।সকল কার্যক্রম পূর্বনির্ধারিত রুটিন আনুসারে সম্পন্ন হয়।
৪। প্রতি টার্ম এ ২টা মিড (২৫+২৫) একটা ফাইনাল(৩০), একটা টার্ম পেপার(১০) এবং বাকি ১০ নম্বর কুইজ পরীক্ষার জন্য বরাদ্ধ।
৫। কুইজ এর কোন রুটিন নাই, সাধারনত ৫টি কুইজ হয় এবং বেস্ট ৪টা কাউন্ট করা হয়। পরীক্ষাগুলো লাস্ট ক্লাস বা লাস্ট কিছু ক্লাস এর উপর নেয়া হয়।তাই প্রতিদিন নিয়মিত কিছু সময় একাডেমিক পড়া পড়তে হয়। তাবে কুইজ এর ডেট অনেক সময় স্যার বলে দেন।
৬। মিড, কুইজ, ফাইনাল সবকিছুর প্রশ্ন প্রায় একই রকম, কোন প্রশ্ন এর উত্তর ২ বা ৩ লাইন এর বেশি নয়। খুব বড় হলে এক প্যারা। তাই টানা মুখস্ত না করলেও হয়।
৭। কুইজ এর জন্য পড়লে মিড বা ফাইনাল এর জন্য তেমন পড়া লাগেনা।

পড়ালেখার চাপঃ
১। চাপ নির্ভর করে একটা টার্ম এ কয়টা সাবজেক্ট বা Course তার উপর।
২। সাবজেক্ট বা Course নেওয়া স্টুডেন্ট এবং তার গবেষশণা উপর নির্ভর করে। টার্ম শুরুর আগেই আনেকগুলো করে Course অফার হয়। বিশাল লিস্ট থেকে পছন্দ অনুজাই ০,১,২,৩ বা তার বেশি Course নিতে পারবে।
৩। প্রতি Course  এর জন্য সপ্তাহে ৩টি ক্লাস। যদি তুমি ৩টা Course নাও তবে তোমার প্রতি সপ্তাহে ৩*৩=৯টা ক্লাস করতে হবে।
৪। প্রতি Department থেকে একজন ছাত্রকে ডিগ্রি নেওয়ার জন্য MS (phD আর MS একসাথে ক্লাস, phD তে শুধু Course বেশি)এ ১০ থেকে ১২ টি Course করতে হয়। Major এবং Elective Course এর বিশাল তালিকা থেকে তার পছন্দ আনুযাই Course বাছাই করতে হবে।
৫। কোন প্রাকটিকাল খাতা লেখা নেই তবে টার্ম পেপার আছে।
সময়কালঃ
১। যদি প্রতি টার্ম এ ৩টি করে Course নাও তবে ৩*৪=১২ টি Course করতে ৩+১=৪*৪=১৬ মাস লাগে।এর মাঝে প্রায় সবার গবেশনার কাজ প্রায় শেষ হয়। তাবে সেটা বেশ কষ্টকর আবার লাক এর উপর নির্ভর করে। যদি কোন Major Course  অফার না হয় তবে আপেক্ষা করতে হয়। চেষ্টা করলে ১৮ মাসেই ডিগ্রি নেয়া যায়।
২। তবে একবার ভর্তি হলে ৩ বছরের জন্য ঢাকার পাশে একটা সিট পাওয়া যায় বলে সবাই হলেই থাকে। চাকরি না পাওয়া পর্যন্ত ডিগ্রী নেয়না।
অবসর আর বিসিএস/জব প্রস্তুতিঃ
১।সপ্তাহে প্রায় ২-৪ দিন পুরো দন্ধ থাকে। এ সময়টা তোমার, যত খুশি বিসিএস পড়।  
২। ক্লাস চলার সময়ও মাত্র ৩ ঘণ্টা ক্লাস, বাকিটা তোমার।প্রতিদিন ২ ঘণ্টা বিসিএস পড়।
৩। গবেষশণা এর কাজ চলাকালে একটু খাটতে হয়।তারসাথে কুইজ এর একটা টেনশন সবসময়ই থাকে। এটাই সবথেকে বড় পেইন।
৪। প্রতি টার্ম এর পর ১৫ থেকে ৩০ দিন বন্ধ থাকে।এ সময়টাও তোমার, যা খুশি তাই কর(বিসিএস পড়)।
৫।বিনোদনের তেমন কোন সুযোগ না থাকায় পড়ালেখার সময়ের কোন অভাব নেই।তবে প্রেম করার পুরোপুরি সুযোগ পাবে (এখানে ৭৫% ই মেয়ে)।
যোগাযোগ সুবিধাঃ
১। ঢাকার কাছে ৩ বছরের জন্য একটা স্থায়ী ঠিকানা পাওয়া যায়, প্রতিদিন ঢাকায় সকাল বিকাল বাস আছে, BARI,BRRI তে ঘণ্টায় ঘণ্টায় বাস আছে।
২। যেকোনো জব পরীক্ষায় বাস ঢাকা যায়।
বিনোদনঃ
১।বিনোদনের তেমন কোন সুযোগ নাই , যোগাযোগ সুবিধা কাজে লাগাতে পারলে ভাল।
২। রাজনীতি না থাকায় তুমি যা খুশি তাই করতে পারবে তবে অবশ্যই বিশ্ববিদ্যালয়এর নিয়ম মানতে হবে। এখনে শিক্ষকরাই সকল ক্ষমতার আধিকারী।
আসল সমস্যাঃ
১। প্রতিদিন নিয়মিত বেশকিছু সময় একাডেমিক পড়া পড়তে হয়।অনেক অনেক সিট পড়তে হয়।
২।গবেষশণা এর কাজ চলাকালে একটু খাটতে হয়।তারসাথে কুইজ এর একটা টেনশন সবসময়ই থাকে। এটাই সবথেকে বড় পেইন।
৩। গবেষশণা এর কাজে ফাঁকি দেবার কোন সুযোগ নাই।কিন্তু এতে কোন মার্ক নাই।
৪।গ্রেড কেবল দুইটা A(৯১-১০০=৪) আর B(৮১-৯০=৩)।C থাকলেও তেমন কাউকে দেয়না।তবে ক্লাস করলে ৯১ পাওয়া তেমন কিছুনা।
৫। সময় বেশি লাগে, দুই বছর লাগা খুব স্বাভাবিক।
খরচঃ
১।প্রতি মাসে ৩-৪,০০০ টাকা বা পাবিপ্রবির মত হলেই ভালভাবে চলে।
২।প্রতি টার্মে ৩*৩=৯ ক্রেডিট হলে এর জন্য প্রায় ৩ হাজার টাকা।
৩। প্রথম ভর্তি ফি প্রায় ১০,০০০ টাকা।
৪।প্রতি টার্মে প্রায় ১৫০০টাকা বৃত্তি আছে।
৫। সব Course A পেলে প্রায় ৬,০০০টাকা বৃত্তি আছে।
৬।বড় বড় বৃত্তি আছে, তাবে তা রেজাল্ট আর ভাগ্য লাগে।
৭। ১,০০০ টাকার প্রাইভেট পাওয়া যায় তবে ভাল (২,০০০-৪,০০০টাকা)প্রাইভেট পাওয়া কঠিন।
৮। প্রজেক্ট এ কাজ করতে পারলে ভাল টাকা পাওয়া যায় তবে প্রচুর সময় দিতে হয়।
৯। খুব বেশি কষ্ট করতে পারলে Part Time Job করা যেতে পারে।


সম্পূর্ণ নিজেশ্য মতামত প্রদানে
মোঃ মামুনুর রেজা
 Md. Mamunur Reza
B.Sc. Ag. (Hons.) [PSTU, Bangladesh]
MS in Horticulture [BSMRAU]
Contact: (+880-191) 1152367
 এই লেখাটি কোথায় পাবেন? ব্লগঃ bdlinktoolbar.blogspot.com

Tuesday, February 7, 2012

আপনার ব্লগস্পট সাইটে যুক্ত করুন ফেসবুক কমেন্ট ফীচার !

টিউন করেছেন : | ব্লগস্পট কে ব্যাবহার করছেন । মূলত তাদের জন্যই আজকের এই টিউটোরিয়াল । আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্লগস্পটে বানানো সাইটে ফেসবুক কমেন্ট অপশন যোগ করবেন । চলুন দেখে নেয়া যাক কিভাবে কিভাবে আপনার ব্লগে ফেসবুক কমেন্ট ফীচার চালু করবেন ।

প্রথমে এখানে ক্লিক করে ফেসবুক ডেভলপারস এ প্রবেশ করুন । নিচের ছবিতে দেখানো "Create New App" তে ক্লিক করুন । ছবিগুলো দেখতে সম্যসা হলে ছবির উপরে ক্লিক করে বড় করে দেখতে পারেন ।
"APP Name" এবং "APP Namespace" এর যায়গায় নিজের ইচ্ছামত কিছু একটা দিন এবং "Continue" তে ক্লিক করুন ।
এবার নিচের মত স্ক্রিন আসবে । এখানে প্রথম অপশন থেকে "PHP" সিলেক্ট করুন এবং তার নিচের ইমেইল এড্রেস বক্সে আপনার মেইল এড্রেস টি লিখুন ।
এবার নিচের ছবিটি অনুসরন করুন !
এবার নিচের ছবিতে চিহ্নিত এপস আইডি টি কপি করুন ।
এবার আপনার ব্লগারের ড্যাশবোর্ডে লগইন করে Template থেকে HTML এডিটর ওপেন করুন । এবার ট্যাগের পরে নিচের কোডটি বসিয়ে দিন ।
<meta content='YOUR_FACEBOOK_APPLICATION_ID' property='fb:app_id'/>
এখানে YOUR_FACEBOOK_APPLICATION_ID এর জায়গায় আপনার কপি করা এপস আইডি টি রিপ্লেস করুন । অনেক সময় কপি করতে কোড ভেঙ্গে যায় । সেরকম হলে এখান থেকে কোডটি ডাউনলোড করে নিন ।
 এবার নিচের ছবিতে দেখানো অংশে টিক চিহ্ন দিন ।
এবার আপনার টেমপ্লেট থেকে নিচের কোড টি খুজে বের করুন ।
<div class='post-footer-line post-footer-line-3'>
 
যদি উপরের কোডটি আপনার টেমপ্লেটে না থাকে তাহলে নিচের কোডটি খোজার চেষ্টা করুন ।

<p class='post-footer-line post-footer-line-3'>

এবার উপরের কোডটির পরে নিচের দেয়া কোডটি বসিয়ে দিন ।

<b:if cond='data:blog.pageType == "item"'>
<div id="fb-root"></div>
<script>(function(d){
 var js, id = 'facebook-jssdk'; if (d.getElementById(id)) {return;}
 js = d.createElement('script'); js.id = id; js.async = true;
 js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1";
 d.getElementsByTagName('head')[0].appendChild(js);
}(document));</script>
<fb:comments width='450' colorscheme='light' expr:title='data:post.title' expr:href='data:post.canonicalUrl' expr:xid='data:post.id'/>
</b:if>

কোড কপি করতে সম্যসা হলে এখান থেকে কোডটি ডাউনলোড করে নিন ।

এবার পুনরায় ছবিতে দেখানো যায়গা হতে টিক চিহ্ন তুলে দিন । মনে রাখবেন , এটি গুরুত্বপূর্ণ ।
এবার আপনার টেমপ্লেট হতে <html লেখাটি খুজে বের করুন এবং এটিকে  <html xmlns:fb="https://www.facebook.com/2008/fbml" দ্বারা রিপ্লেস করুন ।
কোড রিপ্লেস করার পরে
ব্যাস , হয়ে গেল ফেসবুক কমেন্ট সেটাপ । এবার আপনার ব্লগ ভিজিট করুন, দেখুন ফেসবুক কমেন্ট অপশন চলে এসেছে ।

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only.It is very easy to use and contain all essential links of ...