• কিভাবে নতুন লিংক যোগ করবেন? যোগাযোগ করবেন?
১। টুলবার এ লোগো এর পাশে ক্লিক করুন, একটি ড্রপ ডাউন মেনু বের হাবে।
২। এবার contact এ ক্লিক করুন।
৩। আপনার মতামত এর জন্য আনুরধ করা হবে।
৪। আপনার পাছন্দ মত একটি বিষয় নির্বাচন করুন।
৫। আপনার মূল্যবান পারামর্শ দিন।
৬। আমরা আবশ্যই তা মূল্যায়ন করবো।
• আপনার টুলবার আপনি নিজের মতো করে সাজান।
১। আপনি যদি কোন অ্যাপলিকেশন না চান তাহলে খুব সহজে তা সরিয়ে রাখতে পারবেন।
অ্যাপলিকেশন সরিয়ে রাখতে -
1. প্রথমে টুলবারে ক্লিক করুন।
2. এরপর টুলবার অপশনে ক্লিক করুন।
3. এই বার Predefined Components এ ক্লিক করুন।
4. এইখান থেকে আপনার পছন্দ মত অ্যাপলিকেশনের টিকগুলা রেখে বাকিগুলার টিক উঠায় দিয়ে ok তে ক্লিক করুন।
২। অফিস সর্টকাটঃ আপনি খুব সহজে মাইক্রসোফট অফিসের বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপলিকেশন টুলবারে যোগ করতে পারেন।
যেভাবে করবেনঃ-
1. টুলবার অপশনে Usefull component এ ক্লিক করুন।
2. এইখান থেকে আপনার পছন্দমত অ্যাপলিকেশন যোগ করে নিন টুলবারে।
• নিরাপত্তাঃ
১।এটি TRUSTe কর্তৃক Certificated, McAee SECURE কর্তৃক Verified.
২। তাই আপনার কোন নিরাপত্তার ভয় নেই।
• ডাউনলোড করার পূর্বে Requirements দেখে নিন:
সার্পোট সিস্টেমঃ টুলবারের যেকোন ধরনের সার্পোট অপশনও রয়েছে।
১.System Requirements:
Windows 7/ Vista/ XP/Linax
২.ব্রাউজার Requirements:
Mozilla Firefox, Safari, Internet Explorer
এটি Add on হিসাবে যুক্ত হবে। প্রথমে উপরিউক্ত যেকোন একটি ব্রাউজার ওপেন করুন।এরপর নিচের লিংকটিতে ক্লিক করুন।
http://www.facebook.com/BDLinkToolbar
Free Download এ ক্লিক করুন ,ব্রাউজারের Add on হিসাবে Allowকরুন। Add onহিসাবে যুক্ত হওয়ার পর ব্রাউজার Restart করুন।
অথবা
ডাউনলোড করুনঃ
ডাউনলোড লিঙ্ক http://bdlink.greattoolbars.com/
BDLink Toolbar সারাসারি মিডিয়াফায়ার ডাউনলোড lলিংকঃ (Offline install): সব ভার্সন এর সাথে কাজ নাও করতে পারে তাই অনলাই ইন্সটল করাই ভাল হবে।
BDLink Toolbar Mediafire link(Offline install):
Firefox: http://www.mediafire.com/?dnlsaum9446hevb
Internet Explorer: http://www.mediafire.com/?7p5ndiogjg20z2n
Google Chrome: http://www.mediafire.com/?0ydfpxp819t4a2p
বন্ধুকে আজই জানানঃ
ডাউনলোড করা ফাইল আপনি চাইলেই পেনড্রাইভ এ করে আপনার বন্ধুকে উপহার দিতে পারেন। পারেন তার জীবনকে একটু সাহজ করতে, মূল্যবান সময় বাঁচাতে। কেন বারবার কষ্ট করে ওয়েব অ্যাড্রেস লিখতে যাবেন? কেন কষ্ট করে মনে রাখবেন শতশত ওয়েব অ্যাড্রেস যদি এক টুলবারেই সব পাই।এক ক্লিকেই যখন সব পাই।
আর যদি ভালো লাগে তাবে ফেসবুক এ একটি লাইক কারে দিতে পারেন। ফেসবুক লিঙ্ক http://www.facebook.com/BDLinkToolbar