https://dripirrigation.com.bd/

https://dripirrigation.com.bd/
https://dripirrigation.com.bd/

Wednesday, February 22, 2012

MS এ পাবিপ্রবি ছাত্রদের জন্য BSMRAU তে আসা-নাআসার নির্দেশনা ।


MS এ পাবিপ্রবি ছাত্রদের জন্য BSMRAU তে আসা-নাআসার নির্দেশনা
সম্পূর্ণ নিজেশ্য মতামত

পাবিপ্রবি is BEST for us. তবে যদি কেও বাহিরে আসতে চাও তাদের জন্য কিছু কথা। BSMRAU একটি বাতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয়। এখানকার কিছু সুবিধা আসুবিধা নিয়ে লিখলাম।তবে মনে রাখা ভাল এদেশে এখনো MS এর তেমন কোন দাম নাই।এর থেকে জব এর জন্য পড়া আনেক ভাল।ডিগ্রি একটা থাকলেই হয়।
সিস্টেমঃ
১। এখানে প্রতি ৩ মাসের জন্য একটি টার্ম(সেমিস্টার)
২।প্রতি টার্ম এর পর ১৫ থেকে ৩০ দিন বন্ধ থাকে।
৩।সকল কার্যক্রম পূর্বনির্ধারিত রুটিন আনুসারে সম্পন্ন হয়।
৪। প্রতি টার্ম এ ২টা মিড (২৫+২৫) একটা ফাইনাল(৩০), একটা টার্ম পেপার(১০) এবং বাকি ১০ নম্বর কুইজ পরীক্ষার জন্য বরাদ্ধ।
৫। কুইজ এর কোন রুটিন নাই, সাধারনত ৫টি কুইজ হয় এবং বেস্ট ৪টা কাউন্ট করা হয়। পরীক্ষাগুলো লাস্ট ক্লাস বা লাস্ট কিছু ক্লাস এর উপর নেয়া হয়।তাই প্রতিদিন নিয়মিত কিছু সময় একাডেমিক পড়া পড়তে হয়। তাবে কুইজ এর ডেট অনেক সময় স্যার বলে দেন।
৬। মিড, কুইজ, ফাইনাল সবকিছুর প্রশ্ন প্রায় একই রকম, কোন প্রশ্ন এর উত্তর ২ বা ৩ লাইন এর বেশি নয়। খুব বড় হলে এক প্যারা। তাই টানা মুখস্ত না করলেও হয়।
৭। কুইজ এর জন্য পড়লে মিড বা ফাইনাল এর জন্য তেমন পড়া লাগেনা।

পড়ালেখার চাপঃ
১। চাপ নির্ভর করে একটা টার্ম এ কয়টা সাবজেক্ট বা Course তার উপর।
২। সাবজেক্ট বা Course নেওয়া স্টুডেন্ট এবং তার গবেষশণা উপর নির্ভর করে। টার্ম শুরুর আগেই আনেকগুলো করে Course অফার হয়। বিশাল লিস্ট থেকে পছন্দ অনুজাই ০,১,২,৩ বা তার বেশি Course নিতে পারবে।
৩। প্রতি Course  এর জন্য সপ্তাহে ৩টি ক্লাস। যদি তুমি ৩টা Course নাও তবে তোমার প্রতি সপ্তাহে ৩*৩=৯টা ক্লাস করতে হবে।
৪। প্রতি Department থেকে একজন ছাত্রকে ডিগ্রি নেওয়ার জন্য MS (phD আর MS একসাথে ক্লাস, phD তে শুধু Course বেশি)এ ১০ থেকে ১২ টি Course করতে হয়। Major এবং Elective Course এর বিশাল তালিকা থেকে তার পছন্দ আনুযাই Course বাছাই করতে হবে।
৫। কোন প্রাকটিকাল খাতা লেখা নেই তবে টার্ম পেপার আছে।
সময়কালঃ
১। যদি প্রতি টার্ম এ ৩টি করে Course নাও তবে ৩*৪=১২ টি Course করতে ৩+১=৪*৪=১৬ মাস লাগে।এর মাঝে প্রায় সবার গবেশনার কাজ প্রায় শেষ হয়। তাবে সেটা বেশ কষ্টকর আবার লাক এর উপর নির্ভর করে। যদি কোন Major Course  অফার না হয় তবে আপেক্ষা করতে হয়। চেষ্টা করলে ১৮ মাসেই ডিগ্রি নেয়া যায়।
২। তবে একবার ভর্তি হলে ৩ বছরের জন্য ঢাকার পাশে একটা সিট পাওয়া যায় বলে সবাই হলেই থাকে। চাকরি না পাওয়া পর্যন্ত ডিগ্রী নেয়না।
অবসর আর বিসিএস/জব প্রস্তুতিঃ
১।সপ্তাহে প্রায় ২-৪ দিন পুরো দন্ধ থাকে। এ সময়টা তোমার, যত খুশি বিসিএস পড়।  
২। ক্লাস চলার সময়ও মাত্র ৩ ঘণ্টা ক্লাস, বাকিটা তোমার।প্রতিদিন ২ ঘণ্টা বিসিএস পড়।
৩। গবেষশণা এর কাজ চলাকালে একটু খাটতে হয়।তারসাথে কুইজ এর একটা টেনশন সবসময়ই থাকে। এটাই সবথেকে বড় পেইন।
৪। প্রতি টার্ম এর পর ১৫ থেকে ৩০ দিন বন্ধ থাকে।এ সময়টাও তোমার, যা খুশি তাই কর(বিসিএস পড়)।
৫।বিনোদনের তেমন কোন সুযোগ না থাকায় পড়ালেখার সময়ের কোন অভাব নেই।তবে প্রেম করার পুরোপুরি সুযোগ পাবে (এখানে ৭৫% ই মেয়ে)।
যোগাযোগ সুবিধাঃ
১। ঢাকার কাছে ৩ বছরের জন্য একটা স্থায়ী ঠিকানা পাওয়া যায়, প্রতিদিন ঢাকায় সকাল বিকাল বাস আছে, BARI,BRRI তে ঘণ্টায় ঘণ্টায় বাস আছে।
২। যেকোনো জব পরীক্ষায় বাস ঢাকা যায়।
বিনোদনঃ
১।বিনোদনের তেমন কোন সুযোগ নাই , যোগাযোগ সুবিধা কাজে লাগাতে পারলে ভাল।
২। রাজনীতি না থাকায় তুমি যা খুশি তাই করতে পারবে তবে অবশ্যই বিশ্ববিদ্যালয়এর নিয়ম মানতে হবে। এখনে শিক্ষকরাই সকল ক্ষমতার আধিকারী।
আসল সমস্যাঃ
১। প্রতিদিন নিয়মিত বেশকিছু সময় একাডেমিক পড়া পড়তে হয়।অনেক অনেক সিট পড়তে হয়।
২।গবেষশণা এর কাজ চলাকালে একটু খাটতে হয়।তারসাথে কুইজ এর একটা টেনশন সবসময়ই থাকে। এটাই সবথেকে বড় পেইন।
৩। গবেষশণা এর কাজে ফাঁকি দেবার কোন সুযোগ নাই।কিন্তু এতে কোন মার্ক নাই।
৪।গ্রেড কেবল দুইটা A(৯১-১০০=৪) আর B(৮১-৯০=৩)।C থাকলেও তেমন কাউকে দেয়না।তবে ক্লাস করলে ৯১ পাওয়া তেমন কিছুনা।
৫। সময় বেশি লাগে, দুই বছর লাগা খুব স্বাভাবিক।
খরচঃ
১।প্রতি মাসে ৩-৪,০০০ টাকা বা পাবিপ্রবির মত হলেই ভালভাবে চলে।
২।প্রতি টার্মে ৩*৩=৯ ক্রেডিট হলে এর জন্য প্রায় ৩ হাজার টাকা।
৩। প্রথম ভর্তি ফি প্রায় ১০,০০০ টাকা।
৪।প্রতি টার্মে প্রায় ১৫০০টাকা বৃত্তি আছে।
৫। সব Course A পেলে প্রায় ৬,০০০টাকা বৃত্তি আছে।
৬।বড় বড় বৃত্তি আছে, তাবে তা রেজাল্ট আর ভাগ্য লাগে।
৭। ১,০০০ টাকার প্রাইভেট পাওয়া যায় তবে ভাল (২,০০০-৪,০০০টাকা)প্রাইভেট পাওয়া কঠিন।
৮। প্রজেক্ট এ কাজ করতে পারলে ভাল টাকা পাওয়া যায় তবে প্রচুর সময় দিতে হয়।
৯। খুব বেশি কষ্ট করতে পারলে Part Time Job করা যেতে পারে।


সম্পূর্ণ নিজেশ্য মতামত প্রদানে
মোঃ মামুনুর রেজা
 Md. Mamunur Reza
B.Sc. Ag. (Hons.) [PSTU, Bangladesh]
MS in Horticulture [BSMRAU]
Contact: (+880-191) 1152367
 এই লেখাটি কোথায় পাবেন? ব্লগঃ bdlinktoolbar.blogspot.com

No comments:

Post a Comment

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only.It is very easy to use and contain all essential links of ...