https://dripirrigation.com.bd/

https://dripirrigation.com.bd/
https://dripirrigation.com.bd/

Sunday, September 25, 2011

mipony: একটি চমৎকার ডাউনলোডার I

আমরা সবাই প্রায় র‌্যাপিডশেয়ার, হটফাইল, মেগা আপলোড ইত্যাদি সাইট থেকে ফাইল ডাউনলোড করে থাকি। কখনো কখনো এগুলো থেকে ডাউনলোড করার সময় ফ্রি ভার্সনে নির্দিষ্ট সময় ধরে অপেক্ষা করতে হয়।
এই ঝামেলা থেকে আমাকে বাচিয়ে দিয়েছে Mipony. এক কথায় চমৎকার । কোন ঝামেলা নেই অপেক্ষার।


ফলে সময় এবং টাকার সাশ্রয়।


ফিচার লিস্টের প্রথম লাইনে ওরা লিখেছে "Mipony is a download manager specially designed to automate the downloading of files of free host sites such as Rapidshare, Megaupload, Hotfiles and many others."

আমিও ব্যবহার করে দেখছি , খুবই ভালো।

বর্তমানে যেগুলো সাইট এর দ্বারা সমর্থিত তা হলো:


Megaupload
Rapidshare
Hotfile
Easy-share
Gigasize
Mediafire
Depositefiles
Megaporn
Filefactory
Uploading
4shared
Letitbit
Sendspace
Zshare
Freakshare
Storage.to
Uploadbox
Uploaded.to
Ziddu
Netload
Sharex
x7.to
Box
Zomgupload
Jumbofiles
Data.hu
Linfsave
Share-online
Speedyshare
Duckload

Badongo
Kewlshare
Ugotfile
Sharingmatrix
Filesend
Zippyshare
Bitroad
Oron
Extabit
Shareflare
Filedude
Onionshare
Mangoshare
Rayfile
Turboshare
Egoshare
Keepfile
Filestrack
Kickload


2shared
ifile
Divshare
Filesmonster
USAupload
Novaup
Vip-file
Anonym
Megashares
Filebase
Appscene
Hackerbox
Filefront
Nakido
4sahred-china
Xun6
Upload
Megashare.vn

Cramit
Hotshare
Mandamais
Midupload
Usershare
Dl.Free.fr
File-upload
Speedshare
Adrive
Enterupload
Hellshare
Fileserve
VSpace
u.115
Fileflyer
Myupload
Narod
Furk

ফলে সময় এবং টাকার সাশ্রয়।
আরো কিছু জানুন......

। এর প্রধান যেই দিকগুলো ভাল সেগুলো বলছিঃ
১. IDM দিয়ে মিডিয়াফায়ার থেকে ফাইল নামাতে গেলে একবার কোন কারনে পিসি বন্ধ করলে পরে অনেকসময় রিজিউম সাপোর্ট করে না । কিন্তু mipony করে ।
২. এটি filesonic লিংকও রিজিউম সাপোর্ট করে ।
৩. এটি একই সাথে ডাউনলোড ম্যানেজার , ব্রাউজার ও ফাইল জয়েনার । কম্পিউটারের Hjsplit এর আর দরকার নেই ।
৪. বিভিন্ন ফাইলশেয়ারিং সাইট থেকে ডাউনলোড করতে এর জুড়ি নেই । আর মজার ব্যপার হল, ফাইলশেয়ারিং সাইট থেকে ফাইল নামানোর সময় সেই সাইটে ঢুকার দরকার নাই । শুধু অন্য সেই ফোরাম, ব্লগ যেখানে ডাউনলোড লিংকটি আছে সেটি কপি করলেই mipony শুধু পেইজটি নয়, বরং ফাইলটি ডিটেক্ট করে নেয় । শুধু লিংকের উপর রাইট ক্লিক করে “copy link location” এ ক্লিক করবেন ।
৫. যদি কপি করা লিংক ডিটেক্ট না করে (যা বেশিরভাগ সময়ই করে) তবে add link ট্যাবে গিয়ে শুধু paste & detect এ ক্লিক করুন । নিচে কিছুক্ষণ পর ফাইলের নাম সাইজ সহ দেখাবে । যদি কোন লিংকের পাশে লাল ক্রস চিহ্ন দেখায় তাহলে সেই লিঙ্কটিতে রাইট ক্লিক করে check availability এ ক্লিক করুন । অনেক সময় সার্ভার বিজি থাকলে এ সমস্যা হয় ।
৬. যখন ক্যাপচা বা পাসওয়ার্ড লাগবে তখন সফটওয়ারটিই আপনার কাছে চাবে । সাইটে যাওয়ার দরকার নেই ।
৭. যদি কোন ফোরাম বা ব্লগে এক পেইজে অনেকগুলো লিংক সরাসরি দেয়া থাকে, (অনেক সময় “click here to download” লেখার আড়ালে থাকে, যদি সেরকম না থাকে) তাহলে পেইজের সব লেখা কপি করে নিন, তাহলেই ওই পেইজে যত লিংক আছে সব ডিটেক্ট করে নিবে । আপনার কাজ শুধু “add link” ট্যাবে গিয়ে ডাউনলোড শুরু করা । চাইলে কোন জায়গা থেকে কপি করে এখানে পেস্টও করতে পারবেন ।
৮. ঝামেলা আরও কমাতে হলে start menu তে গিয়ে এটি start up এ অ্যাড করে নিন । এখন যখনই পিসি অন করবেন ডাউনলোড শুরু ।
৯. আপনার যদি প্রিমিয়াম একাউন্ট থাকে তাহলে IDM এর মত এখানেও একাউন্ট এড করতে পারবেন ।
১০. Backup ও restore করার ব্যবস্থাও আছে ।
১১. আপনার ব্রাউজার যদি mipony toolbar সাপোর্ট করে তাহলে ইন্সটল করে নিতে পারেন । আরও সুবিধা হবে । তবে firefox এর latest version গুলো সাপোর্ট করে না ।
  মাত্র ৮ মেগাবাইট ।

বাংলাদেশের মোবাইল কোম্পানির ইন্টারনেট প্যাকেজ 1. গ্রামীণফোন 2. বাংলালিংক 3. রবি 4।এয়ারটেল 5.সিটিসেল

গ্রামীণফোন
---------------
P1 (ব্যবহার অনুযায়ী বিল) : সব গ্রামীণফোন গ্রাহক এ সুযোগ গ্রহণ করতে পারবেন। প্রতি কই ২ পয়সা (ভ্যাট বাদে)।
P2 : প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহক এ প্যাকেজ গ্রহণ করতে পারবেন। প্রতিমাসে ৮৫০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ আনলিমিটেড ইন্টারনেট উপভোগের সুযোগ।
P3 : প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহক এ প্যাকেজ গ্রহণ করতে পারবেন। রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রতিমাসে ২৫০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ ইন্টারনেট উপভোগের সুযোগ রয়েছে এ প্যাকেজে।
P4 : শুধু প্রিপেইড গ্রাহকরা এ সুযোগ গ্রহণ করতে পারবেন। রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ এ সুযোগ উপভোগ করা যাবে।
P5 : প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহক এ প্যাকেজ গ্রহণ করতে পারবেন। প্রতিমাসে ৩এই ৭০০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ এ সুযোগ উপভোগ করা যাবে।
P6 : প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহক এ প্যাকেজ গ্রহণ করতে পারবেন। প্রতিমাসে ১এই ৩০০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ এ সুযোগ উপভোগ করা যাবে।
P7 : শুধু প্রিপেইড গ্রাহকরা এ সুযোগ গ্রহণ করতে পারবেন। ১৫ দিনে ১৫ গই ২৯ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ এ সুযোগ উপভোগ করা যাবে।
P9 : শুধু প্রিপেইড গ্রাহকরা এ সুযোগ গ্রহণ করতে পারবেন। ১৫ দিনে ৯৯ গই ৯৯ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ এ সুযোগ উপভোগ করা যাবে।


বাংলালিংক
-------------
P1(ব্যবহার অনুযায়ী বিল) : এ প্যাকেজ উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বাংলালিংক গ্রাহকদের P1 লিখে ৩৩৪৩ নম্বরে সেন্ড করতে হবে। এ প্যাকেজে প্রিপেইড গ্রাহকরা প্রতি কই ২ পয়সা এবং পোস্টপেইড গ্রাহকরা প্রতি কই ১৫ পয়সা (ভ্যাট বাদে) উপভোগ করতে পারবেন।
P2 (আনলিমিটেড প্যাকেজ) : এই প্যাকেজে বাংলালিংক গ্রাহকরা ৬৫০ টাকা (ভ্যাট বাদে) উপভোগ করতে পারবেন। এটি উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে P2 লিখে ৩৩৪৩ নম্বরে সেন্ড করতে হবে।
P3 (নাইট টাইম ইন্টারনেট প্যাকেজ) : এ প্যাকেজে প্রতিমাসে ৩০০ টাকা (ভ্যাট বাদে) প্রদান করতে হয়। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ প্যাকেজ উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বাংলালিংক গ্রাহকদের P3 লিখে ৩৩৪৩ নম্বরে সেন্ড করতে হবে।
P4 (ডেইলি প্যাক) : এ প্যাকেজটি সব প্রিপেইড গ্রাহক উপভোগ করতে পারবেন। দৈনিক ৫০ টাকায় (ভ্যাট বাদে) চার্জ বাবদ এ প্যাকেজ উপভোগ করা যায়।
P6 (১এন) : প্রতিমাসে ২৭৫ টাকায় (ভ্যাট বাদে) এ প্যাকেজ উপভোগ করা যাবে। এ প্যাকেজ উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বাংলালিংক গ্রাহকদের P6 লিখে ৩৩৪৩ নম্বরে সেন্ড করতে হবে।
চ৬ (মিনি প্যাক) : মাত্র ২০ টাকায় ২৪ ঘণ্টা (ভ্যাট বাদে) এ প্যাকেজের সুবিধা ভোগ করা যায়। এ প্যাকেজে গ্রাহকরা দৈনিক ১৫সন সুবিধা ভোগ করতে পারবেন।


রবি
-------
ভলিউম বেইস্‌ড প্যাক :1 GB – ২৭৫ টাকা (ভ্যাট বাদে)। 3 GB-৪৫০ টাকা (ভ্যাট বাদে)। ৫ GB-৬৫০ টাকা (ভ্যাট বাদে)। প্রতি প্যাকেজের মেয়াদ ৩০ দিন।
২০/২০ প্যাকেজ : ২০ MB ২০ টাকা (ভ্যাট বাদে)। এ প্যাকেজের মেয়াদ ৭ দিন। এ প্যাকেজ উপভোগ করতে *৮৪৪৪*২০# ডায়াল করুন। ব্যালেন্স দেখতে *২২২*৮১# ডায়াল করুন।
মান’লি আনলিমিটেড প্যাকেজ : এ প্যাকেজে ৭৫০ টাকায় (ভ্যাট বাদে) এক মাস অফুরন্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এ প্যাকেজটি উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে প্রথমে A1 লিখে ৮৫৫৫-এ সেন্ড করুন। ফিরতি এসএমএস-এ Y লিখে ৮৫৫৫-এ সেন্ড করুন।
নাইট ব্রাউজিং পৱ্যান : প্রতিমাসে ২৭৫ টাকায় (ভ্যাট বাদে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ প্যাকেজটি উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে প্রথমে A2 লিখে ৮৫৫৫-এ সেন্ড করুন। ফিরতি এসএমএস-এ Y লিখে ৮৫৫৫-এ সেন্ড করুন।
পে পার ইউজ : ভ্যাট বাদে ২ পয়সা KB পিক আওয়ার সকাল ৯.০১ থেকে দুপুর ১২.৫৯ পর্যন্ত। অফ পিক আওয়ার ১ পয়সা KB রাত ১টা থেকে সকাল ৯টা (ভ্যাট বাদে)।
মিনিপ্যাক : ভ্যাট বাদে ১০ টাকায় ১০ MB প্রতিদিন।

এয়ারটেল
------------
প্রিপেইড গ্রাহকদের জন্য
P4 : এ প্যাকেজ উপভোগের জন্য দিনে ৫০ টাকা (ভ্যাট বাদে) ১৫০MB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P5 : এ প্যাকেজ উপভোগের জন্য প্রতিমাসে ৬৫০ টাকা (ভ্যাট বাদে) ৫GB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P6 : এ প্যাকেজ উপভোগের জন্য প্রতিমাসে ২৭৫ টাকা (ভ্যাট বাদে) ১GB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P7 : এ প্যাকেজ উপভোগের জন্য প্রতিমাসে ৪৫০ টাকা (ভ্যাট বাদে) ৩GB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P9 : এ প্যাকেজ উপভোগের জন্য দিনে ১০ টাকা (ভ্যাট বাদে) ১০ GB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।

পোস্টপেইড গ্রাহকদের জন্য
P1: এ প্যাকেজ উপভোগের জন্য ৩ মাসে ৭৫০ টাকা (ভ্যাট বাদে) ৩ GB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P3 (নাইট টাইম অফার) : এ প্যাকেজ উপভোগের জন্য রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রতিমাসে ১এই ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P8 : এ প্যাকেজ উপভোগের জন্য প্রতিমাসে ৩০০ টাকা ১এই (ভ্যাট বাদে) ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।

সিটিসেল Zoom Ultra মডেমসহ সংযোগ
ZTE AC ২৭২৬ ও প্রিপেইড সংযোগ ১৪৯০ টাকা। ZTE AC ২৭২৬ ও পোস্টপেইড সংযোগ ১৯৯০ টাকা। Huawei EC ১২২ ও প্রিপেইড সংযোগ ১৪৯০ টাকা। Huawei EC ১২২ ও পোস্টপেইড সংযোগ ১৯৯০ টাকা। Huawei EC ১৬৭ ও প্রিপেইড সংযোগ ১৮৯০ টাকা। Huawei EC ১৬৭ ও পোস্টপেইড সংযোগ ২৩৯০ টাকা। ZTE AC ৬৮২ ও প্রিপেইড সংযোগ ১৪৯০ টাকা। ZTE AC ৬৮২ ও পোস্টপেইড সংযোগ ১৯৯০ টাকা।
১৫০ Kbps প্রতিমাসে ১ GB ২৭৫ টাকা, ২ GB ৪৫০ টাকা, ৩ GB ৬০০ টাকা, ৫ GB ৭০০ টাকা, আনলিমিটেড ১৫০০ টাকা।
৩০০ Kbps প্রতিমাসে ১ এই ৬০০ টাকা, ২ GB ৮৫০ টাকা, ৩ এই ১১০০ টাকা।
৩০০ Kbps প্রতিমাসে ২ এই ২২০০ টাকা, ৫ GB ৩৫০০ টাকা।

XP ইনস্টল তাও আবার ১০ মিনিটে I

সাধারণত Xp ইনস্টল করতে 40 মিনিট লাগে, কিন্তু আপনি যদি আমার পদ্ধতিতে ইনস্টল করেন তাহলে আশাকরি আপনি 10 মিনিটে করতে পারবেন--
  • Windows Xp সিডি সিডি-রম এ প্রবেশ করান।
  • এবার ঐ সিডি দিয়ে বুট করান।
  • সব ফাইল গুলো লোড হবার পর আপনি পার্টিশন নির্বাচন Option পাবেন।
  • তারপর আপনার পছন্দের ড্রাইভ নির্বাচন করুন।
  • এবার পার্টিশানটির Format System- NTFS অথবা FAT সিলেক্ট করুন।
  • Format করা হয়ে গেলে ইনস্টলেশনের জন্য প্রয়োজনীয় সব ফাইল সয়ংক্রীয়ভাবে আপনার সিস্টেমে কপি করতে থাকে।
  • কপি হয়ে গেলে কম্পিউটার Restart নিবে বা আপনি নিজেই Enter টিপে Restart করুন।
এখন 10 মিনিটের step ta follow korun -
  • পুনরায় বুট হবার পর আপনি একটি স্ক্রিন দেখতে পাবেন।সেখানে লেখা আছে আপনার উইন্ডোজ সেটআপ নিতে 40 মিনিট সময় লাগবে।
  • এখন আপনার কি-বোর্ডের Shift+F10 কী প্রেস করুন।
  • এখন কমান্ড প্রম্পট প্রর্দশিত হবে।
  • Enter “Taskmgr” কমান্ড দিলে উইন্ডোতে একটি টাস্ক ম্যানেজার খুলবে।
  • Process ট্যাবে ক্লিক করুন।
  • এখানে setup.exe লেখাটি খুজে বের করুন।
  • Setup.exe উপর রাইট ক্লিক করুন।
  • তারপর Set Priority ক্লিক করুন।
  • সেখান থেকে High অথবা Above Normal লেখাটি নির্বাচন করুন।
Tips collect frm Windows xp-2011 magazine life.

ফ্রি ডাউনলোড করুন যেকোনো ফাইল ।

আপনি কি কোন ফাইল বা সফটওয়ার খুজতেছেন বাট পাচ্ছেন না ।
তাবে একবার নিচের পাল্ধতি আনুসরন করুন পেলেও পেতে পারেন আপনার ফাইল টি একদম ফ্রি।
  1. Google.com এ যান
  2. site:mediafire.com<space>"আপনার ফাইল এর নাম"</space>
  3. Search দিন।
এখানে mediafire.com এর পারিবরতে যেকোনো সাইট এর নাম দিতে পারেন।
এতে করে আনেক গোপন ফাইল ও পাওয়া যায় খুব সাহজে।

Online Bank-AlertPay বাংলাদেশ থেকেও একাউন্ট খোলা যাবে ফ্রি !!

ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ পদ্ধতি হচ্ছে “পেপাল”। তবে দূর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে বাংলাদেশে এর কোন সার্ভিস নেই এবং কবে নাগাদ এটি চালু হবে তা কেউ সঠিক করে বলতে পারে না। আর এজন্য সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে বাংলাদেশী ফ্রিল্যান্সারদেরকে। পেপাল না থাকার কারণে অনেক রাস্তা ঘুরিয়ে, বিভিন্ন সার্ভিস চার্জ দিয়ে সবশেষে টাকা হাতে পাওয়া যায়। সেক্ষেত্রে পেপালের বিকল্প না খোজে আমাদের আর কোন উপায় থাকে না। পেপালের প্রধান বিকল্প হিসেবে “আ্যালার্টপে”। এটি পেপালের মতই একটি সহজ ও জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি ।
একাউন্ট খোলার জন্য BDLink Toolbar এ Online Earning এ Click কারুন।

ই-মেইল ব্যবহার করেনতো? তাহলে এটি নিশ্চিত আপনার কাজে আসবে!

আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কয়টা সিম ব্যবহার করেন? তাহলে উত্তর দিবেন মিনিমাম দুইটা। আর যদি সেটা কোন ছাত্র হয় তাহলে উত্তর হবে সব কোম্পানীর সিম। তাহলে এত সিম চেক করেন কি করে? অনেকে ডুয়েল সিমের মোবাইল ব্যবহার করেন। কিছু কিছু চায়না সেটে ৩টা বা ৪টা সিম রাখারও ব্যবস্থা আছে।
তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মেইল আইডি কয়টা ব্যবহার করেন? আপনার সোজা সাপ্টা উত্তর নিশ্চয়ই হবে অসংখ্য! কারন বিভিন্ন কারনে বেশ কয়েকটা মেইল আইডি এমনিতেই দরকার হয়। তাহলে এত মেইল আইডি চেক করেন কি করে? নিশ্চয়ই প্রত্যেকবার ঝামেলা করে লগ ইন করতে হয়? তাছাড়া কোন নতুন মেইল আসলে জানতেই পারছেন না যদি না লগ ইন থাকেন।
আচ্ছা এমন হলে কেমন হয় ধরেন আপনার সব আইডির যেকোন একটাতে যদি নতুন মেইল আসে তাহলে ডেস্কটপে সেটা নোটিফাই হবে। শুধু তাই না! আপনি ইচ্ছা করলে ডেস্কটপ থেকেই মেইল পড়তে পারবেন এবং পাঠাতে পারবেন। ইচ্ছা করলে সব মেইল ব্যাকআপ রাখতে পারবেন। সব চেয়ে বড় কথা এসব কিছুই ফ্রী!! এই অসাধারণ সফটওয়্যারের নাম হলো BDLink Toolbar E-mail Notification. শুধু আপনার আইডি পাসওয়ার্ড দিলেই জামেলা শেষ। নিজেই সব কারবে।

লাখ লাখ বই ডাউনলোড করুন ফ্রী

অনেকেই বই বই বলে কাহিল হয়ে যান। বই খুজে পান না। খুজে পাইলেও ফ্রী পান না। তাই না? অনেকেই বই খুজতে খুজতে হাপায়া গেছেন। যাক এখন আর হাপা হাপি করতে হবে না। আপনে যে কোনো বই চাইলেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন একদম ফ্রী ফ্রী। এখানে আপনে যে কনো টাইপের বই পাবেন। আমার মনে হয় না, আপনার এক জীবনে এর থেকে বেশী বই দরকার আছে।


ডাউনলোড করতে click করুন বিডিলিংক টুলবার [BDLink Toolbar] এ Career বাটন এ। এর থেকে ভালো লিংক পেলে আমাকে জানাবেন যোগ করে দেবো...।

BDLink Toolbar সারাসারি মিডিয়াফায়ার ডাউনলোড লিংকঃ (Offline install):

Direct BDLink Toolbar Mediafire Download link(Offline install):

Firefox: http://www.mediafire.com/?dnlsaum9446hevb

Internet Explorer: http://www.mediafire.com/?7p5ndiogjg20z2n

Google Chrome: http://www.mediafire.com/?0ydfpxp819t4a2p

আর যদি ভালো লাগে তাবে ফেসবুক এ একটি লাইক কারে দিতে পারেন। ফেসবুক লিঙ্ক http://www.facebook.com/BDLinkToolbar

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only.It is very easy to use and contain all essential links of ...