https://dripirrigation.com.bd/

https://dripirrigation.com.bd/
https://dripirrigation.com.bd/

Wednesday, October 12, 2011

পৃথিবীর কিছু দামি মোবাইল ফোন। দেখলেই লোভ লেগে যাবে BUT PRICE = 8 million $ or more


আধুনিক জীবনে মোবাইল ফোন যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যোগাযোগের জন্য আমরা অনেক ধরনের মোবাইল ফোন ব্যাবহার করে থাকি। যেগুলো আমাদের যোগাযোগ রক্ষা করা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে। আবার এসব মোবাইল ফোন দামের ক্ষেত্রেও অনেকটা ভিন্নতা দেখা যায়।  নিন্মবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর ব্যাবহারকারিরদের কথা মাথায় রেখেই এসব মোবাইল ফোন তৈরি করা হয়। আজ আপনাদের পৃথিবীর কিছু দামি মোবাইল ফোনের সাথে পরিচয় করিয়ে দিব।
[ যদি দেখলে লোভ লেগে যায় তাহলে এর জন্য আমি দায়ী নই। হাঃ হাঃ হাঃ ]
1. UNLYSSE NARDIN CHAIRMAN
PRICE = 49,500 $

2. NOKIA 8800 ARTE WITH DIAMONDS
PRICE = 134,000 $

3. PETER  ALOISSON'S iPHONE PRINCESS PLUS
PRICE = 176,400 $

4. SONY ERICSSION BLACK DIAMOND
PRICE = 300,00 $

5. VERTU SIGNATURE COBRA
PRICE = 310,000 $

6. GRESSO LUXOR LAS VEGAS GACKPOT

PRICE = 1 million $



7. THE DIAMOND CRYPTO SMART PHONE
PRICE = 1.3 million $


8. GOLDVISH LE MILLION PIECE UNIQUE
PRICE = 1.3 million $


9. PETER ALOISSON'S KING BUTTON iPHONE
PRICE = 2.4 million $


10.  GOLD STRIKER iPHONE 3GS SUPREME
PRICE = 3.2 million $

11. STUART HUGHES iPHONE 4 DIAMOND ROSE EDITION
PRICE = 8 million $

মোবাইল কল রেকড করুন কোন রকম বিপ সাউন্ড ছাড়াই (Nokia S60v3 S60v5 S^3 SymbianOS9.x)

অনেক দিন পর টেকটিউনস আমাদের মাঝে ফিরে এলো,সত্যি খুব ভাল লাগছে।টেকটিউনস যেন সব সময়,সারা জীবন আমাদের মাঝে থাকে এই সুভকামনা নিয়ে আজকের টিউন শুরু করলাম।আমরা নানা প্রয়োজনে মোবাইল এ Call Recorder ইউস করি কিন্তু সব ধরনের Recordar বিপ সাউন্ড করে যার জন্য কল Record  করলে যার কল টি Record  করা হচ্চে সে টের পায় এবং ব্যাপার টি অনেক বিরক্তিকর।আমি আপনাদের সাথে ১ টি Recordar শেয়ার করব যা কোন বিপ সাউন্ড করে না কল Record  করার সময়।আমার নকিয়া ৫২৩০ এ টেস্ট করা।এর নাম হল Symbsoft SymbRecorder Pro S^3 এর ভারসন v.5.00(0)  এবং এটি ই লেটেস্ট।এটি নকিয়ার S60v3 S60v5 S^3 SymbianOS9.x  ধরনের মোবাইল সাপোট করে।এটি পাসওয়াড দিয়া রাখা যায় যে জন্য Record করা ফাইল অন্য কোন প্লেয়ার খুজে পাবে না।এটি ডাউনলোড করুন এখান থেকে।সাইন করা আসে,মোবাইল এ সেটাপ দিন

 ওপেন করুন,সেটিংস এ যান,পাসওয়াড দিতে চাইলে ১ নং ঘরে ইয়েস করে দিন,২ নং ঘরে পাসওয়াড দিন,৩ নং ঘরে ইয়েস করে দিন।৩ নং ঘরে ইয়েস করে দিলে আপনার ফোন অফ করে অন করলে অটো স্টার্ট হবে।ছবির মত ডান পাশে উপরে ক্লিক করুন।৩ নং ছবির দিকে মারক করা জায়গায় ক্লিক করুন

 ১ নং ঘরে খেয়াল করুন,সব কল রেকড করতে চাইলে অল রেখে দিন,আপনি চাইলে লিস্ট করে দিতে পারেন।Include Listকরে দিলে শুধু লিস্ট এর নাম্বার গুলোর কল রেকড হবে,Exclude List করে দিলে লিস্ট ছাড়া নাম্বার গুলোর কল রেকড হবে।৩নং ঘরে আপনার ফোন অনুজায়ি Mode silect করে দিন mode 1 এ দিলে আপনি হয়ত বিপ সুনবেন কিন্তু অন্য পাশ থেকে বিপ শোনা যাবে না। mode 1  এর ফোন হল (Nokia X5-01 / E73 Mode / C5-01 / X5-00 / E5-00 / 6788i / C5-00 / 6700 slide / 6788 / 6760 slide
Nokia 6790 slide / 6790 Surge / E72 / 6730 classic / E52 / E71x / 5730 XpressMusic / N86 8MP,Nokia 6710 Navigator / 6720 classic / E55 / E75 / 5630 XpressMusic / N79 / N85 / N96-3, Nokia 5320 XpressMusic / 6650 fold / 6210 Navigator / 6220 classic / N78 / N96,Nokia C5-03 / 5250 / 5228 / 5233 / C6-00 / 5230 Nuron / 5235 Ovi Music Unlimited / N97 mini,Nokia X6-00 / 5230 / 5530 XpressMusic / N97 / 5800 XpressMusic)।
 mode ২ এ কোন দিক থেকে বিপ শোনা যাবে না। mode ২ ফোন হল (Nokia E63 / E66 / E71 / 6124 classic / N82 / E51 / N95-3 NAM / N81 / N81 8GB / N95 8GB / 6121 classic,Nokia 6120 classic / 5700 XpressMusic / 6110 Navigator / E90 Communicator / N76 / 6290 / N95)
 ।mode ৩ তে কোন দিক থেকে বিপ শুনা যাবে না। mode ৩ ফোন (Nokia E61i / E65 / N77 / N93i / N91 8GB / E62 / E50 / 5500 Sport / N73 / N93 / N71 / N80 / N92
   Nokia E60 / E61 / E70 / 3250 / N91)।
কাজ শেষ,ব্যাক করে আসুন।এক্সিট বাটন এ ক্লিক করুন।এর পর কল করলেই রেকড হবে।আপনি চাইলে রেকড করা কল গুলো কপি বা মুভ করে অন্ন ফোল্ডার এ সরিয়ে নিতে পারেন।যে কল গুল সরাতে চান তা মারক করে অপশন এ যান তারপর মুভ টু বা কপি টু তে যান।সবার কাছে অনুরোধ কেউ খারাপ উদ্দেশ্যে এটি ব্যাবহার করবেন না।সবাই ভাল থাকবেন।

কম বাজেটে ভাল কিছু এন্ড্রয়েড মোবাইল ফোন !

http://techtunes.com.bd/mobileo/tune-id/71976/

বর্তমানে চলছে এন্ড্রয়েড বিপ্লব। এ্যাপেল, উইন্ডোজ, ব্ল্যাকবেরী, সিম্বিয়ান ইত্যাদি মোবাইল অপারেটিং সিস্টেমের ১২'টা বাজাতেই এন্ড্রয়েডের আগমন।

এন্ড্রয়েড অপারেটিং সম্পর্কে বিস্তারিত এখানে জানতে পারবেন। ২০০৭ এর নভেম্বর থেকে মোবাইল ডিভাইস হিসেবে পুরোদমে কাজ শুরু করে। বর্তমানে এর মূল হর্তাকর্তা হলো গুগল।
এন্ড্রয়েড ভিত্তিক ফোন'কে স্মার্টফোনও বলা হয়ে থাকে। এটি সাথে থাকলে মনে হবে আপনার ছোট্ট ল্যাপটপ'টি আপনার সাথে। বলা যায় মোবাইল + ল্যাপটপ একসাথে :) এন্ড্রয়েড আপনি ফেসবুক, টুইটার, ইয়াহু ম্যাসেঞ্জার, গুগল টক, স্ক্যাইপি, ইত্যাদি জনপ্রিয় সোশাল নেটওয়ার্কে সহজেই যুক্ত থাকতে পারবেন। এছাড়া যেকোন ওয়েবসাইট খুব সহজেই ভিজিট করতে পারবেন। এন্ড্রয়েড মার্কেটে বর্তমানে ২ লক্ষ'র বেশী এ্যাপ্লিক্যাশন পাবেন আপনার এন্ডুয়েড ফোনে ব্যাবহার করার জন্য।
মোটামোটি বাজেটে আপনি ভাল মানের কিছু এন্ড্রয়েড ফোন কিনতে পারবেন।

Samsung Galaxy Mini

Samsung Galaxy Mini S5570
এর বর্তমান বাজারমূল্য ১৫ হাজার টাকা।
  • Android OS, v2.2 (Froyo),
  • 3.15 MP ক্যামেরা,
  • টাচস্ক্রীণ,
  • জিপিএস, ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।
* এখানে আরো জানতে পারবেন।

LG optimus ONE P500

এর বর্তমান বাজারমূল্য ২০ হাজার টাকা।
  • Android OS, v2.2 (Froyo), upgradable to v2.3,
  • 3.15 MP ক্যামেরা,
  • টাচস্ক্রীণ,
  • জিপিএস, ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।
* এখানে আরো জানতে পারবেন।

Acer beTouch E140

এর বর্তমান বাজারমূল্য ১৪,৫০০ টাকা।
  • Android OS, v2.2 (Froyo),
  • 3.15 MP ক্যামেরা,
  • টাচস্ক্রীণ,
  • জিপিএস, ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।
* এখানে আরো জানতে পারবেন।

HTC Wildfire

এর বর্তমান বাজারমূল্য ২২ হাজার টাকা।
  • Android OS, v2.1 (Eclair), upgradable to v2.2,
  • 5 MP ক্যামেরা,
  • জিপিএস,
  • টাচস্ক্রীণ,
  • ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।
এখানে আরো জানতে পারবেন।

Sony Ericsson Xperia X10 mini pro

এর বর্তমান বাজারমূল্য ১৬ হাজার টাকা।
  • Android OS, v1.6 (Donut), upgradable to v2.1
  • 5 MP ক্যামেরা,
  • টাচস্ক্রীণ
  • জিপিএস, ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।
এখানে আরো জানতে পারবেন।

Sony Ericsson XPERIA X10 Mini

এর বর্তমান বাজারমূল্য ১৪,৫০০ টাকা।
  • Android OS, v1.6 (Donut), upgradable to v2.1
  • 5 MP ক্যামেরা,
  • টাচস্ক্রীণ
  • জিপিএস, ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।
এখানে আরো জানতে পারবেন।
*** দেশীয় মার্কেটে বর্তমান বাজারদর কিছু'টা কম/বেশী হতে পারে।

এস এম এসের এক অদ্ভুত সফটওয়্যার। চমকে দিন আপনার কাছের কিংবা দূরের বন্ধুদের (দেখলেও মিস করবেন আর না দেখলে…………………)

http://techtunes.com.bd/mobileo/tune-id/91276/
আসসালামুআলাইকুম। কেমন লাগছে আমাদের প্রিয় টিটির আকর্ষনীয় সব টিউন ?? আশা করছি কেউ নিরাশ হচ্ছেন না। আমি কিন্তু নিরাশ না হয়ে পারছি না । টেকটিউন্স জরিপে মোবাইল প্লাটফর্মে সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত হয়েছে “সিম্বিয়ান অস”। অথচ এই প্লাটফর্ম নিয়ে ভালো টিউন তেমন একটা চোখে পড়ে না। যদিও বর্তমানে অ্যান্ড্রয়ডের জয়জয়কার, তবুও আমাদের দেশে সিম্বিয়ানের একটা বিশাল ভোক্তা আছে তা নিঃসন্দেহে বলাই যায়।
এবার আসি কাজের কথায়। আজ আপনাদের সাথে আমি একটি সিম্বিয়ান মোবাইল অ্যাপ্লিকেশন শেয়ার করবো। যা আমি s60 v3 & v5  এ টেষ্ট করে দেখেছি। জানিনা আগে কেউ শেয়ার করেছে কিনা। করলে দয়া করে নতুনদের জানার সুযোগ করে দিবেন।
I-sms
  
না, এটা কোন ফ্রী এস এম এস পাঠাবার অ্যাপ্লিকেশন না। তবে এটি দিবে আপনাকে এস এম এস কাষ্টমাইজেশন এর অপার সুবিধা। যারা বিভিন্ন প্রয়োজনে (কাজে বা বেকাজে) প্রচুর এস এম এস করেন তাদের জন্য এটি হতে পারে এক মোক্ষম হাতিয়ার। প্রিয়জনকে ভড়কে দিতে এই অ্যাপ্লিকেশনের কোন বিকল্প নেই। যদি বলেন কি আছে এতে?? তাহলে আমি বলবো কি নেই এতে? ??চলুন একে একে দেখে নিই এর আকর্ষনীয় কিছু ফিচার।
* flash sms: এই এস এম এস এর বৈশিষ্ট হলো এটি প্রাপক কেবলমাত্র একবারই পড়তে পারবেন। পড়া শেষে back দিলে তা মোবাইল থেকে নিজেই মুছে যাবে!!!!!! যার ফলে এর কোন clue থাকে না। মনের অব্যক্ত কথা, রাগ, ঝাড়ি ইত্যাদি প্রকাশে এর কোন জুড়ী নেই ;)

* scheduled sms:  এই ফিচারটা অনেকের কাছেই হয়ত পরিচিত। নিজে নাক ডেকে ঘুমিয়েও বিশেষ দিন-ক্ষণ আপনি সহজেই উদযাপন করতে পারেন। তার জন্য আপনাকে পূর্বে (এক বছর আগেও হতে পারে) দিনক্ষণ সেট করে রাখতে হবে। এখন আপনিও মনে রাখতে পারবেন “বিশ্ব শাড়ী দিবস”  (তথ্যসূত্রঃ বাংলালিঙ্ক এর বিজ্ঞাপন)
* fake sms: এটির ব্যাপারে বলতে আমি একটা ছোট্ট গল্প বলব। দুই বন্ধুর কথোপকথনঃ
১ম বন্ধু “দেখ দোস্ত তোর জি এফ আমারে এই এস এম এস পাঠাইছে। পইড়া দেখ”
২য় বন্ধুঃ “ও তোরে পছন্দ করে???!!!???? আমি বিশ্বাস করি না” ।
১ম বন্ধুঃ “ওর নাম্বার থেইকা এস এম এস আসার পর ও তুই এ কথা বললি????”
তখনই আবার ঐ মোবাইলে এস এম এস আসলো।
এইবার ২য় বন্ধু জ্ঞান হারালো। কারণ ওর জি এফ এবার লিখছে ............

:) আর নাই বা বললাম। এই সব কাজ করেছে ১ম বন্ধু, ফেইক এস এম এস এবং শিডিউলারের মাধ্যমে ;) । অর্থাৎ এর মাধ্যমে যে কারো নাম্বার থেকে যে কোন ধরনের এস এম এস আপনার ইনবক্সে ফ্রী তে নিয়ে আসতে পারবেন(আসলে তা দেখাবে মাত্র) এবং শিডিওলারের মাধ্যমে নির্দিষ্ট সময়ে তা মোবাইলে নতুন ম্যাসেজ আকারে জমা করতে পারবেন।
পরের ফিচারগুলি এর অভ্যন্তরীনঃ
*export sms: এর মাধ্যমে নির্দিষ্ট কোন নাম্বার কিংবা সকল নাম্বারের এস এম এস (যেগুলো ইনবক্সে আছে ) টেক্সট আকারে সংরক্ষণ করা যাবে।
*sms back up & restore:  এর মাধ্যমে সব এস এম এস সহজেই মোবাইলের ফোন কিংবা মেমরী কার্ডে ব্যাকআপ এবং রিস্টোর করা যায়।

*network back up & restore:  এর মাধ্যমে আপনি আপনার সব এস এম এস এর অনলাইন ফ্রী ব্যাক অ্যাপ রাখতে পারবেন, যেখানে যে কোন মোবাইল কোম্পানির মাধ্যমে ব্যাক আপ রাখতে আপনার মাসে ২০-৩০ টাকা গচ্চা দিতে হয়।
*festival sms: এই অপশনে আপনি পাবেন birthday, anniverssary, mother’s day, father’s day প্রভৃতি উপলক্ষে বিভিন্ন এস এম এস।
এছাড়াও আরো রয়েছে sms search, Msg advance search, set contact as favourite/private, password protection  সহ এমনও আরো অনেক সুবিধা।
একটা কথা বলে রাখি। আপনি ফ্রী তে অনলাইন রেজিষ্ট্রেশন করে এর সমস্ত সুবিধাদি উপভোগ করতে পারেন। শুধু আপনার মেইল আইডি আর যে কোন পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করে নিন ।
ও হ্যা, এটি ক্র্যাক এবং ফুল ভার্সন। তবুও কি ফাইল খুজলে ১২৩৪৫ দিয়ে রেজিষ্টার করে নিন।
তো এখনই ১.৩৭ মেগাবাইটের এই ফাইলটি ডাউনলোড ও মোবাইলে ইন্সটল করে নিন। ডাউনলোড
লিঙ্ক http://www.mediafire.com/?in7gv92e3b226kf
সিম্বিয়ান এইচ ডি গেইম ও আরো কিছু এক্সক্লুসিভ অ্যাপ্লিকেশন নিয়ে টিউন করার ইচ্ছা আছে। আপনাদের সহযোগিতা কামনা করছি।
সবাই ভালো থাকবেন। ভালো লাগলে জানাতে ভুলবেন না। যতটুকু পারি সহজ করে লিখার চেষ্টা করেছি তবুও কিছু না বুঝলে জানাবেন। সাধ্যমত সাহায্য করার চেষ্টা করবো। ধন্যবাদ।

কম্পিউটার এর ফন্ট নোকিয়া মোবাইল এ উপভোগ করুণ…

http://techtunes.com.bd/mobileo/tune-id/90100/
-:::: বিসমিল্লাহির রহমানির রাহিম ::::-
আজকে নতুন একটা বিষয় নিয়ে পোস্ট করতে বসেছি, হয়তো অনেকের জানা থাকতে পারে আর যে নোকিয়া মোবাইল ব্যবহারকারীরা জানে না তাদের জন্যই এই পোস্ট। আপনার প্রিয় নোকিয়া মোবাইল ফোনটিতে হয়তো অনেক দিন থেকেই (মোবাইল এর জন্ম থেকেই) নকিয়ার ডিফল্ট ফন্ট টি দেখেই আসছেন, আর কত দিনই বা দেখবেন? তাই আমি আপনাদের জন্য একটা পদ্ধতি বের করে ফেললাম এবার আপনার কম্পিউটারের ফন্ট নোকিয়া মোবাইল এ ব্যবহার করতে পারেবন" ব্যাপারটি আসলেই মজার।
তাহলে আর দেরি নয় চলুন শুরু করে দেই আমাদের প্রিয় নোকিয়া মোবাইল ফোনের ফন্ট পরিবর্তন।
আপনি কম্পিউটারের কোন ফন্ট টি বেশি পছন্দ করেন? যদি আপনার পছন্দের ফন্ট এর নাম "Segoe UI" তাহলে আপনার ফন্ট ডাইরেক্টরি থেকে নামের ফন্টটি খুঁজে বের করুণ। আর এই ফন্ট টি উইন্ডোজ ভিস্তা ও সেভেন এর ডিফল্ট ফন্ট এই ফন্ট টি "C:\Windows\Fonts" এই স্থানে পাওয়া যাবে। ফন্টটি খুঁজে পেলে সেটা কপি করে নতুন একটা ফোল্ডারে সংরক্ষণ করলে ৬টি ফন্ট পাওয়া যাবে।
এবার ৬টি ফন্ট এর মধ্যে থেকে ৩টি ফন্ট কে বাতিল করতে হবে। যে ৩টি ফন্ট বাতিল করবেন তার নাম গুলো নিচে প্রদর্শন করা হল।
  1. segoeuii.ttf
  2. segoeuiz.ttf
  3. seguisb.ttf
উপরের ৩টি নামের ফন্ট গুলোকে আপনার পছন্দের লিস্ট থেকে অপসারণ করে ফেলুন। কারন মোবাইল এ দেয়ার জন্য মাত্র ৩টি ফন্টের প্রয়োজন।
এবার ক্রমানুসারে আপনার ফন্ট গুলোর নাম পরিবর্তন করুণ। নিচের লিস্ট থেকে দেখে নিন কোন ফন্টের কি নাম দিতে হবে।
  1. segoeui.ttf > থেকে > nosnr60.ttf
  2. segoeuib.ttf > থেকে > nssb60.ttf
  3. segoeuil.ttf > থেকে > nstsb60.ttf

easy change font on nokia mobile phone, nokia 73 font changer
এবার নাম পরিবর্তন করা ফন্ট ৩টিকে আপনার নোকিয়া মোবাইল এর মেমোরি কার্ড এর "E:\resource\Fonts" ফোল্ডারে ডাউনলোড করুণ।
নোকিয়া ফন্ট পরিবর্তন, নোকিয়া মোবাইল ফন্ট, ফ্রি নোকিয়া ফন্ট ডাউনলোড, নোকিয়া বাংলা ফন্ট ডাউনলোড, নোকিয়া ফন্ট,
এবার মেমোরি কার্ড টি আপনার নোকিয়া মোবাইল ফোনে লাগিয়ে মোবাইলটি একবার অফ করে অন করুণ। দেখুন আপনার কাঙ্ক্ষিত ফন্ট নিয়েই আপনার চোখের সামনে হাজির হয়েছে আপনার নোকিয়া মোবাইল এর স্ক্রিন।

দেখুন আমার মোবাইল এর প্রিভিউঃ

তাহলে আপনারা এখন থেকে যেকোনো ফন্ট কে আপনার মোবাইল এ ব্যবহার করতে পারবেন, এই পদ্ধতিতে কোন সফটওয়্যার এর প্রয়োজন হবে না।
এই পদ্ধতি অনুসরণ করে S60 V3 ও S60 V5 বা তার পরের সংস্করণের মোবাইল গুলো তে কম্পিউটারের ফন্ট ব্যবহার করা যাবে। আমি নোকিয়া এন ৭৩ ও এন ৮০ দিয়ে পরীক্ষা করেছি। এবার আপনারা পরীক্ষা করে দেখুন কোন কোন মোবাইল এ এই পদ্ধতি অনুসরণ করে মোবাইল এ কম্পিউটারে ফন্ট ব্যবহার করা যায়।
প্রথম প্রকাশঃ বিডিরঙ.কম
লিঙ্কঃ http://wp.me/p1MAQ6-tJ

সবাইকে আমার পোস্ট পড়ার জন্য।

আপনার মোবাইলের Opera Mini দিয়েই ডাউনলোড করুন Mediafire.com, Ziddu.com, 4shared.com এবং Hotfile.com থেকে ।

আস্‌সালামু আলাইকুম, কেমন আছেন সবাই । সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা  । আজ আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব । আগে আপনাদের জানা থাকতে পারে । যারা না জানেন তাদের জন্য এ টিপসটা । এ টিপস এর সাহায্যে আপনি আপনার মোবাইলের Opera Mini 6.1 (Best mobile browser in the world) দিয়ে Mediafire.com, Ziddu.com, 4shared.com  এবং  Hotfile.com থেকে যেকোন ফাইল ডাউনলোড করতে পাড়বেন ।  এছাড়া এ টিপস ব্যবহার করে এ রকম অন্যান্য সাইট থেকেও ডাউনলোড করতে পারবেন বলে আমার বিশ্‌সাস । আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি । প্রথমে http://mini.opera.com  থেকে Opera Mini ডাউনলোড করে নিন । Mediafire.com :   # Mediafire.com  থেকে যেকোন ডাউনলোড লিংক ওপেন করুন । এখন আপনার অপেরা মিনির সেটিং থেকে Mobile View  কিংবা Single Column View  টা off করে দিন । তারপর Click here to Download from Mediafire । এখন আপনার ফাইলটি ডাউনলোড শুরু করবে । Ziddu.com : # Ziddu.com থেকে যেকোন ডাউনলোড লিংক ওপেন করুন । # এখন Download এ click  করুন । পরে আপনাকে Captcha দিতে হবে । Captcha টি সঠিকভাবে প্রবেশ করান । এখন Download এ click  করুন । Download এ click  করার পর একটা খালি পেজ আসবে । এখন Back করে Download এ আবার click  করুন । তারপর আপনার ফাইল টি Download হওয়া শুরু করবে । 4shared.com : # প্রথমে আপনার 4shared.com এর লিংকে যান । এখন আপনার Address Bar টি Clear করুন । এবং টাইপ করুন “javascript:startDownload()” তারপর Waiting Time  কমতে থাকবে 19,18,17,16 তবুও যদি থেমে যায় তাহলে কোডটি আবার টাইপ করুন । পরে ফাইলের লিংক আসবে এবং ডাউনলোড হওয়া শুরু করবে । Hotfile.com : # Hotfile.com থেকে ডাউনলোড লিংক টা ওপেন করুন । # পরে Regular Download এ Click  করুন । তারপর যে পেজ টা আসবে সে পেজ এ 10 seconds wait দেখাবে । পরে Address Bar টি  Clear করে এ কোডটি দিন “javascript:(C-1)”  টাইপ করুন । # পরে  Captcha  প্রবেশ করান । এখন  Download the file  এ  click করুন  এবং click here to download  এ click করুন । পরে আপনার ফাইলটি download  হওয়া শুরু করবে । এভাবেই আপনি আপনার মোবাইলের Opera Mini  দিয়ে Mediafire.com, Ziddu.com, 4shared.com  এবং  Hotfile.com থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন । ধন্যবাদ আপনাদের কস্ট করে আমার এ পোস্টটা পরার জন্য । ভালো থাকবেন সবাই । আল্লাহ হাফেজ

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only.It is very easy to use and contain all essential links of ...