http://techtunes.com.bd/mobileo/tune-id/90100/
-:::: বিসমিল্লাহির রহমানির রাহিম ::::-
আজকে
নতুন একটা বিষয় নিয়ে পোস্ট করতে বসেছি, হয়তো অনেকের জানা থাকতে পারে আর
যে নোকিয়া মোবাইল ব্যবহারকারীরা জানে না তাদের জন্যই এই পোস্ট। আপনার
প্রিয় নোকিয়া মোবাইল ফোনটিতে হয়তো অনেক দিন থেকেই (মোবাইল এর জন্ম
থেকেই) নকিয়ার ডিফল্ট ফন্ট টি দেখেই আসছেন, আর কত দিনই বা দেখবেন? তাই আমি
আপনাদের জন্য একটা পদ্ধতি বের করে ফেললাম এবার আপনার কম্পিউটারের ফন্ট
নোকিয়া মোবাইল এ ব্যবহার করতে পারেবন" ব্যাপারটি আসলেই মজার।
তাহলে আর দেরি নয় চলুন শুরু করে দেই আমাদের প্রিয় নোকিয়া মোবাইল ফোনের ফন্ট পরিবর্তন।
আপনি কম্পিউটারের কোন ফন্ট টি বেশি পছন্দ করেন? যদি আপনার পছন্দের ফন্ট এর নাম "Segoe UI" তাহলে আপনার ফন্ট ডাইরেক্টরি থেকে নামের ফন্টটি খুঁজে বের করুণ। আর এই ফন্ট টি উইন্ডোজ ভিস্তা ও সেভেন এর ডিফল্ট ফন্ট এই ফন্ট টি "C:\Windows\Fonts" এই স্থানে পাওয়া যাবে। ফন্টটি খুঁজে পেলে সেটা কপি করে নতুন একটা ফোল্ডারে সংরক্ষণ করলে ৬টি ফন্ট পাওয়া যাবে।
এবার ৬টি ফন্ট এর মধ্যে থেকে ৩টি ফন্ট কে বাতিল করতে হবে। যে ৩টি ফন্ট বাতিল করবেন তার নাম গুলো নিচে প্রদর্শন করা হল।
- segoeuii.ttf
- segoeuiz.ttf
- seguisb.ttf
উপরের ৩টি নামের ফন্ট গুলোকে আপনার পছন্দের লিস্ট থেকে অপসারণ করে ফেলুন। কারন মোবাইল এ দেয়ার জন্য মাত্র ৩টি ফন্টের প্রয়োজন।
এবার ক্রমানুসারে আপনার ফন্ট গুলোর নাম পরিবর্তন করুণ। নিচের লিস্ট থেকে দেখে নিন কোন ফন্টের কি নাম দিতে হবে।
- segoeui.ttf > থেকে > nosnr60.ttf
- segoeuib.ttf > থেকে > nssb60.ttf
- segoeuil.ttf > থেকে > nstsb60.ttf
এবার নাম পরিবর্তন করা ফন্ট ৩টিকে আপনার নোকিয়া মোবাইল এর মেমোরি কার্ড এর "E:\resource\Fonts" ফোল্ডারে ডাউনলোড করুণ।
এবার
মেমোরি কার্ড টি আপনার নোকিয়া মোবাইল ফোনে লাগিয়ে মোবাইলটি একবার অফ করে
অন করুণ। দেখুন আপনার কাঙ্ক্ষিত ফন্ট নিয়েই আপনার চোখের সামনে হাজির
হয়েছে আপনার নোকিয়া মোবাইল এর স্ক্রিন।
দেখুন আমার মোবাইল এর প্রিভিউঃ
তাহলে আপনারা এখন থেকে যেকোনো ফন্ট কে আপনার মোবাইল এ ব্যবহার করতে পারবেন, এই পদ্ধতিতে কোন সফটওয়্যার এর প্রয়োজন হবে না।
এই
পদ্ধতি অনুসরণ করে S60 V3 ও S60 V5 বা তার পরের সংস্করণের মোবাইল গুলো তে
কম্পিউটারের ফন্ট ব্যবহার করা যাবে। আমি নোকিয়া এন ৭৩ ও এন ৮০ দিয়ে
পরীক্ষা করেছি। এবার আপনারা পরীক্ষা করে দেখুন কোন কোন মোবাইল এ এই পদ্ধতি
অনুসরণ করে মোবাইল এ কম্পিউটারে ফন্ট ব্যবহার করা যায়।
প্রথম প্রকাশঃ বিডিরঙ.কম
লিঙ্কঃ http://wp.me/p1MAQ6-tJ
No comments:
Post a Comment