সাধারণত Xp ইনস্টল করতে 40 মিনিট লাগে, কিন্তু আপনি যদি আমার পদ্ধতিতে ইনস্টল করেন তাহলে আশাকরি আপনি 10 মিনিটে করতে পারবেন--
- Windows Xp সিডি সিডি-রম এ প্রবেশ করান।
- এবার ঐ সিডি দিয়ে বুট করান।
- সব ফাইল গুলো লোড হবার পর আপনি পার্টিশন নির্বাচন Option পাবেন।
- তারপর আপনার পছন্দের ড্রাইভ নির্বাচন করুন।
- এবার পার্টিশানটির Format System- NTFS অথবা FAT সিলেক্ট করুন।
- Format করা হয়ে গেলে ইনস্টলেশনের জন্য প্রয়োজনীয় সব ফাইল সয়ংক্রীয়ভাবে আপনার সিস্টেমে কপি করতে থাকে।
- কপি হয়ে গেলে কম্পিউটার Restart নিবে বা আপনি নিজেই Enter টিপে Restart করুন।
- পুনরায় বুট হবার পর আপনি একটি স্ক্রিন দেখতে পাবেন।সেখানে লেখা আছে আপনার উইন্ডোজ সেটআপ নিতে 40 মিনিট সময় লাগবে।
- এখন আপনার কি-বোর্ডের Shift+F10 কী প্রেস করুন।
- এখন কমান্ড প্রম্পট প্রর্দশিত হবে।
- Enter “Taskmgr” কমান্ড দিলে উইন্ডোতে একটি টাস্ক ম্যানেজার খুলবে।
- Process ট্যাবে ক্লিক করুন।
- এখানে setup.exe লেখাটি খুজে বের করুন।
- Setup.exe উপর রাইট ক্লিক করুন।
- তারপর Set Priority ক্লিক করুন।
- সেখান থেকে High অথবা Above Normal লেখাটি নির্বাচন করুন।
No comments:
Post a Comment