https://dripirrigation.com.bd/

https://dripirrigation.com.bd/
https://dripirrigation.com.bd/

Friday, October 7, 2011

কিভাবে মোবাইল মেমোরি কার্ডের পাসওয়ার্ড রিকভার করবেন ?

আমরা আমাদের মোবাইলের সিকিউরিটির জন্য মোবাইল মেমোরি কার্ডে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, আমরা পাসওয়ার্ড ভুলে যাই এবং পাসওয়ার্ড ভুলে গেলে, ঐ মেমোরি কার্ড অন্যত্র কাজ করে না। ফলে এটা একটা বিরক্তিকর সমস্যা যায়। আপনি ইচ্ছে করলেই আপনার ভুলে যাওয়া মোবাইল পাসওয়ার্ড রিকভার করতে পারেন। তবে এই বিষয়টি আমি S40, S60 & N-Series এ প্রাকটিক্যালি কাজ করেছি। কিভাবে পাসওয়ার্ড রিকভার করবেন?

বিষয়টি খুবই সহজ। তবে পাসওয়ার্ড রিকভার করতে গেলে আপনার মোবাইল অবশ্যই FExplorer সফটওয়্যারটা সেটাপ থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটআপ করে নিন। উক্ত সফটওয়্যারটি আপনি সহজে ইন্টারনেট থেকে নামিয়ে নিতে পারবেন। ইনস্টল শেষে FExplorer টা চালু করুন। তারপর C:—System—(mmcstore)file টা Copy করে আপনার মেমোরিকার্ডে Paste করুন। মেমোরিকার্ডে Copy করা mmcstore file টির শেষে .txt (mmcstore.txt) এ Rename করুন। এর পর যেকোন ভাবে PC তে Send করুন (ব্লুটুথ, ইনফারেড অথবা ডাটা ক্যাবল)। এরপর Send করা File টা Computer এ Open করুন। দেখুন ঐ Text Document এ আপনার দেয়া পাসওয়ার্ড লিখা আছে। এইভাবে আপনি আপনার পাসওয়ার্ড রিকভার করতে পারেন। FExplorer ডাউলোড করুন এই লিংক থেকে।
http://www.gosymbian.com/FE_download.html

No comments:

Post a Comment

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only

BD Link (BDLink) Toolbar is a great toolbar(100% free) for Bangladeshi user only.It is very easy to use and contain all essential links of ...